Advertisement
২০ এপ্রিল ২০২৪

রত্নগিরিতে চুক্তি সই আবু ধাবির সংস্থারও

সৌদি তেল বহুজাতিক অ্যারামকোর পরে ভারতে পা রাখতে প্রাথমিক চুক্তি সই করল পশ্চিম এশিয়ার আর এক তেল দৈত্য। আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)। মহারাষ্ট্রের রত্নগিরিতে প্রস্তাবিত শোধনাগার ও পেট্রোকেম প্রকল্পে টাকা ঢালবে তারা। 

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ০১:৫৮
Share: Save:

সৌদি তেল বহুজাতিক অ্যারামকোর পরে ভারতে পা রাখতে প্রাথমিক চুক্তি সই করল পশ্চিম এশিয়ার আর এক তেল দৈত্য। আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)। মহারাষ্ট্রের রত্নগিরিতে প্রস্তাবিত শোধনাগার ও পেট্রোকেম প্রকল্পে টাকা ঢালবে তারা।

তেলের বিপুল চাহিদার বাজার ভারত যে তাদের পাখির চোখ, সে কথা আগেই স্পষ্ট করেছে সৌদি অ্যারামকো। রত্নগিরি প্রকল্পে ৫০% অংশীদারি নিতে প্রাথমিক চুক্তিও সই করেছে। তখনই বিশ্বের অন্যতম বৃহৎ এই তেল বহুজাতিকটি জানিয়েছিল, নিজেদের শেয়ারের কিছুটা অংশ অন্য কয়েকটি সংস্থাকে দিতে পারে তারা। সেই সূত্রেই এডিএনওসি-র এই চুক্তি।

সোমবার চুক্তি সইয়ের পরে অ্যারামকো কর্ণধার জানান, বছরে ৬ কোটি টন তেল শোধন এবং ১.৮ কোটি টনের পেট্রোপণ্য উৎপাদনের ওই প্রকল্পে অর্ধেক শেয়ার থাকবে তাঁদের ও এডিএনওসি-র হাতে। বাকি ৫০% মালিকানা রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের। ভবিষ্যতে অ্যারামকো তেল বিক্রির খুচরো ব্যবসাতেও (পাম্প) পা রাখতে চায়।

এ দিনই তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আবার জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহিতে তেল ক্ষেত্রের নিলামে অংশ নিতে চায় ভারত। রত্নগিরি প্রকল্পে দেখা দেওয়া নানা সমস্যা নিয়ে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও কথা বলতে চান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adnoc Aramco Ratnagiri Abu Dhabi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE