ভারতের উপর আমেরিকার ৫০% শুল্ক শেয়ার বাজারকে অনিশ্চিত করেছিল। ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার খরচ বাড়ানোর পর থেকে তা লাগাতার পতনের কবলে পড়ে। টানা আট দিন ধরে নামার পরে বুধবার সেনসেক্স ৭১৫ পয়েন্ট উঠল।এ দিন ঋণনীতি ঘোষণায় রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদের হার কমায়নি। তবে আগামী দিনে আমেরিকার শুল্ক-আঘাত থেকে সব রকম ভাবে অর্থনীতিকে রক্ষা করার ইঙ্গিত দিয়েছেন। চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৫% থেকে বাড়িয়ে ৬.৮% করেছে। মূল্যবৃদ্ধির পূর্বাভাস কমিয়েকরেছে ২.৬%।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই সবই উত্থানে জ্বালানি জুগিয়েছে। অর্থনীতি নিয়ে নতুন করে আশার সঞ্চার শেয়ার কেনার আগ্রহ বাড়িয়েছে। ফলে সেনসেক্স ৭১৫.৬৯ পয়েন্ট উঠে থেমেছে ৮০,৯৮৩.৩১ অঙ্কে। নিফ্টি-ও ২২৫.২০ এগিয়ে দাঁড়িয়েছে ২৪,৮৩৬.৩০-এ। উত্থানে ইন্ধন জুগিয়েছে বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের শেয়ার বাজারের চাঙ্গা ভাব এবং বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)