রিলায়েন্স জিও-র একের পর এক ধামাকাদার অফারকে সামাল দিতে বেশ কিছুদিন ধরেই ছাড়ের বহর বাড়িয়েছে বাকি টেলিকম সংস্থাগুলো। এ বার সেই পথে হেঁটে গ্রাহকদের জন্য ‘মনসুন অফার’ আনল ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। গত এপ্রিলে ‘হলিডে সারপ্রাইজ’ অফার এনেছিল এয়ারটেল। সেই অফারের স্থায়িত্ব ছিল তিন মাস। জুলাই মাসের শেষেই অফারের ভ্যালিডিটি শেষ হওয়ার কথা ছিল। সংস্থা সূত্রে খবর, সেই অফারকেই নতুন মোড়কে ‘মনসুন অফার’ হিসাবে এনেছে তারা। যা আরও তিন মাস পর্যন্ত কার্যকরী থাকবে। অর্থাৎ আরও তিন মাস বিনামূল্যে পাওয়া যাবে ৩০ জিবি ডেটা। প্রতি মাসে পাওয়া যাবে ১০ জিবি করে।
অন্য দিকে, প্রতি দিন ১ জিবি করে ফ্রি ডেটা দিচ্ছে রিলায়েন্স জিও। জিও-র ‘ধন ধনা ধন’ অফারে ৩০৯ টাকার বিনিময়ে গ্রাহকরা পাচ্ছেন ৮৪ জিবি ফ্রি ডেটা। ৫০৯ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ১৬৮ জিবি ফ্রি ডেটা।
তবে এয়ারটেল জানাচ্ছে, ‘মনসুন অফার’-এর অতিরিক্ত ৩০ জিবি ডেটা পেতে হলে গ্রাহককে ডাউনলোড করতে হবে তাদের অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে ‘মাই এয়ারটেল অ্যাপ’টি ডাউনলোড করলেই বিনামূল্যে অতিরিক্ত ডেটা পাবেন গ্রাহকরা। তবে একমাত্র পোস্ট পেইড গ্রাহকরাই এই অফার পাবেন বলে জানিয়েছে সংস্থা।
আরও পড়ুন: আশা-আশঙ্কায় দুলছে বাজার
• প্রথমে ‘মাই এয়ারটেল অ্যাপ’-এ যান।
• অ্যাপটি ডাউনলোড করা না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।
• অ্যাপটি চালু করুন।
• একটি মেসেজ পাবেন আপনি।
• মেসেজ নোটিফিকেশনের উপর ট্যাপ করুন।
• নতুন একটি পেজ খুলবে। সেখানেই এই অফারটির জন্য সম্মতি চাওয়া হবে আপনার কাছে।
• সম্মতি জানালেই ‘মনসুন অফার’ পেয়ে যাবেন গ্রাহক।