Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Jio

জিও-কে ‘জব্দ’ করতে কোমর বেঁধে নামল এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া

সেই দিনটা অন্য ভারতীয় টেলিকম সংস্থাগুলির কাছে ‘ব্ল্যাক ডে’ই ছিল। কেননা, গত বছর ৫ সেপ্টেম্বর রিলায়্যান্স জিও প্রায় বিনামূল্যে গোটা দেশে ফোর জি পরিষেবা দেওয়ার ঘোষণা করে। সংস্থার কর্ণধার মুকেশ অম্বানির ওই ঘোষণার পর থেকেই বাকি টেলিকম সংস্থাগুলি সিঁদুরে মেঘ দেখতে শুরু করে।

জিও-কে জব্দ!

জিও-কে জব্দ!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৯
Share: Save:

সেই দিনটা অন্য ভারতীয় টেলিকম সংস্থাগুলির কাছে ‘ব্ল্যাক ডে’ই ছিল। কেননা, গত বছর ৫ সেপ্টেম্বর রিলায়্যান্স জিও প্রায় বিনামূল্যে গোটা দেশে ফোর জি পরিষেবা দেওয়ার ঘোষণা করে। সংস্থার কর্ণধার মুকেশ অম্বানির ওই ঘোষণার পর থেকেই বাকি টেলিকম সংস্থাগুলি সিঁদুরে মেঘ দেখতে শুরু করে। সোমবারকেও ফের তেমনই একটা দিন বলে মনে করছেন টেলিকম বিশেষজ্ঞেরা। সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়ার বদলে আগামী ৩১ মার্চের পর থেকে এক ঝাঁক আকর্ষণীয় অফার নিয়ে আসছে জিও। এতটাই সুলভ মূল্যে ৪জি পরিষেবা দেবে জিও, তাতে বাকি টেলিকম সংস্থাগুলির কপালে ভাঁজ পড়েছে। জিও-র গ্রাহকদের বিমুখ করতে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া-র মতো টেলকম সংস্থারা তাই একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছে, জলের দরে গ্রাহকদের অফার দিতে। এ বলে আমায় দেখ তো, ও বলে আমায়— খানিকটা এমন পরিস্থিতিই হয়েছে বিভিন্ন টেলিকম সংস্থার অফারে।

ভোডাভোন

গত মাসে প্রিপেড গ্রাহকদের জন্য কিছু আকর্ষণীয় ৪জি অফার নিয়ে আসে ভোডাফোন।

** ১৫০ টাকায় এক জিবি ফোর জি পরিষেবা দেবে ভোডাফোন।

** ২৫০ টাকায় ৪জিবি ফোর-জি ডেটা।

** ৩৫০ টাকায় ৬ জিবি ডেটা।

** ৪৫০ টাকায় ৯ জিবি ডেটা।

** ৬৫০ টাকায় ১৩ জিবি ডেটা।

** ৯৯৯ টাকায় ২২ জিবি ডেটা।

** ১৫০০ টাকায় ৩৫ জিবি ডেটা।

সব ক’টি প্ল্যানের সময়সীমা থাকবে ৩০ দিনের জন্য।

এয়ারটেল

রিলায়্যান্স জিও-কে আটকাতে আকর্ষণীয় অফারে এয়ারটেলও থেমে নেই।

** প্রিপেড গ্রাহকদের জন্য ৯০ দিনের সময়সীমায় একটি আকর্ষণীয় অফার দিচ্ছে। ১৪৯৫ টাকায় ৩০ জিবি ফোর-জি ডেটা দেবে তারা।

** এ ছাড়াও এয়ারটেল গ্রাহকদের জন্য স্পেশ্যাল অফার রয়েছে। ৯ হাজার টাকা দিলে ১২ মাসের জন্য অফুরন্ত ফোর-জি ডেটা পাওয়া যাবে।

** পোস্ট পেড-এ ‘মাই প্ল্যান ইনফিনিটি প্ল্যান’-এ নতুন গ্রাহক বা অন্য নেটওয়ার্ক থেকে আপগ্রেডিং করলে প্রতি মাসে ৩ জিবি ডেটা দেবে এয়ারটেল।

আইডিয়া সেলুলার

পোস্ট পেড গ্রাহকদের ৪৯৯ টাকায় রেন্টাল প্ল্যানে দেওয়া হচ্ছে আনলিমিটেড কল। লোকাল এবং এসটিডি-সহ। এর সঙ্গে ৩ জিবি ফোর-জি ডেটা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jio Vodafone Airtel Idea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE