E-Paper

মধ্যপ্রদেশে আদানির কয়লাখনির জন্য অবাধে কাটা হচ্ছে গাছ, অভিযোগ

প্রাক্তন পরিবেশমন্ত্রীর দাবি, ২০১৯সালে কেন্দ্রের শীর্ষ স্তর থেকে প্রকল্পে সায় দেওয়া হয়। ২০২৩ সালে লোকসভায় প্রশ্নের উত্তরে জানা যায়, প্রকল্পের এলাকা সংরক্ষিত অঞ্চলের মধ্যে পড়ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৮:৪৬
গৌতম আদানি

গৌতম আদানি —ফাইল চিত্র।

মধ্যপ্রদেশের ধিরাউলিতে আদানি গোষ্ঠীর কয়লা খনি প্রকল্পে অবাধে অরণ্যের গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ তুলল কংগ্রেস। আজ দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, গোটা ঘটনাই চলছে অরণ্যের অধিকার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং পুলিশ প্রহরায়। সেখানে বাইরে থেকে কেউ ঢুকতে পারছেন না। প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজ্যে কংগ্রেসের জনজাতি শাখার সভাপতি রামু টেকাম।আদানিরা মন্তব্য না করলেও অভিযোগউড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

প্রাক্তন পরিবেশমন্ত্রীর দাবি, ২০১৯সালে কেন্দ্রের শীর্ষ স্তর থেকে প্রকল্পে সায় দেওয়া হয়। ২০২৩ সালে লোকসভায় প্রশ্নের উত্তরে জানা যায়, প্রকল্পের এলাকা সংরক্ষিত অঞ্চলের মধ্যে পড়ছে। রমেশের অভিযোগ, সায় দেওয়ার ব্যাপারে ব্যাপক অনিয়ম হয়েছে। যা স্থানীয় জনজাতিভুক্ত মানুষের পক্ষে ‘সামাজিক ও আর্থিক বিপর্যয়’। তাঁর বক্তব্য, ‘‘গ্রামবাসীদের অরণ্যে যেতে বাধা দেওয়া হচ্ছে। বাইরের লোককেও প্রকল্প এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। জীবনযাপনের জন্য যাঁরা অরণ্যের জমি ও সম্পদের উপরে নির্ভরশীল, তাঁদের কাছে এই প্রকল্প বড় বিপর্যয় ডেকে আনছে।’’

মধ্যপ্রদেশের অবশ্য দাবি, পরিবেশ মন্ত্রক প্রকল্পে চূড়ান্ত সায় দিয়েছে।অন্য দিকে, কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে বিলাসবহুল হোটেল গড়ার জন্য পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সম্মতি পেয়েছে আদানিরা।

আদানির রাইটস ইসু: বাজারে রাইটস ইসু ছাড়ল আদানি এন্টারপ্রাইজ়েস। এ জন্য নতুন ১৩.৮৫ কোটি শেয়ার বেচবে আদানি গোষ্ঠীর মূল সংস্থাটি। প্রতিশেয়ারের দাম ১৮০০ টাকা। বর্তমান দরের থেকে ২৪% কম। ইসুতে পুরো আবেদন এলে সংস্থার হাতে আসবে প্রায় ২৫,০০০ কোটি টাকা। যা দেশের অন্যতম বড় রাইটস ইসু। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gautam Adani Coal Mine forest

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy