ইউরোপ, আমেরিকার বাজারে অলিভ অয়েলের প্রতাপ কমাতে একজোট হল ভারত ও চিন। অস্ত্র, তুষ তেল। এই এশীয় জোটে হাত মিলিয়েছে তাইল্যান্ড, ভিয়েতনাম, জাপানও। বাংলাদেশ, পাকিস্তানও শীঘ্রই নাম লেখাতে পারে বলে খবর সংশ্লিষ্ট সূত্রের।
শিল্পমহলের দাবি, তুষ বা ধানের খোসা থেকে তৈরি তেলের রফতানি ছড়ানোর এই পরিকল্পনায় বিপুল লাভ দেখতে পারে পশ্চিমবঙ্গ। কারণ, এখানে বছরভর ধান হয়। এবং ধানের তুষ ও তা থেকে তেল উৎপাদনে এ রাজ্য ভারতে প্রথম।
বেশ কিছু এশীয় দেশ এ জন্য একটি বিশ্বমঞ্চ গড়েছে। নাম, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রাইস ব্র্যান অয়েল। সম্প্রতি জাপানের টোকিওতে যাদের প্রথম সম্মেলনও হয়েছে। সেখানেই অলিভ অয়েলের একচেটিয়া বাজারে ভিত গাড়ার ছক কষে তারা। ঠিক হয়, তুষ তেল রফতানির ব্যবসা বাড়াতে নেওয়া হবে বিভিন্ন কৌশল।