Advertisement
১১ মে ২০২৪
Future Group

ফিউচারের বিরুদ্ধে অভিযোগ অ্যামাজনের 

ফিউচার গোষ্ঠী দাবি করে, তারা চুক্তির সমস্ত শর্তই মেনে চলেছে। সালিশি আদালতের শুনানি তাদের ব্যবসা বিক্রিতে কোনও প্রভাব ফেলবে না।

ফাইল চিত্র

ফাইল চিত্র

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ০৫:১৯
Share: Save:

রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের সঙ্গে ফিউচার গোষ্ঠীর চুক্তির বিরুদ্ধে সিঙ্গাপুরের আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হয়েছিল অ্যামাজ়ন। এ বার ভারতের বাজার নিয়ন্ত্রক সেবি-র কাছেও ফিউচারের বিরুদ্ধে অভিযোগ জানাল তারা। আমেরিকার সংস্থাটির দাবি, সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে ফিউচার।

অগস্টে কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী জানায়, তাদের খুচরো, পাইকারি, গুদাম এবং পণ্য পরিবহণ ব্যবসা হাতে নিতে চলেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের খুচরো ব্যবসা শাখা আরআরভিএল। সম্প্রতি সেই চুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সিঙ্গাপুরের সালিশি আদালতের দ্বারস্থ হয় অ্যামাজ়ন। তাদের বক্তব্য, ফিউচার কুপন্সের মাধ্যমে ফিউচার রিটেলে অংশীদারি রয়েছে তাদের। সেই চুক্তি অনুযায়ী রিলায়্যান্সকে ফিউচারের ব্যবসা বিক্রি করতে পারার কথা নয়। ওই লেনদেনের ব্যাপারে সালিশি আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।

তবে এর পরেই ফিউচার গোষ্ঠী দাবি করে, তারা চুক্তির সমস্ত শর্তই মেনে চলেছে। সালিশি আদালতের শুনানি তাদের ব্যবসা বিক্রিতে কোনও প্রভাব ফেলবে না। এই প্রেক্ষিতেই সেবি-র কাছে অভিযোগ জানিয়ে অ্যামাজ়ন বলেছে, এই ধরনের প্রতিক্রিয়া দিয়ে বিধিভঙ্গ করেছে ফিউচার। বিভ্রান্ত করতে চাইছে শেয়ারহোল্ডারদেরও। এ ব্যাপারে সেবি-কে তদন্তের আর্জি জানিয়েছে তারা। অ্যামাজ়নের এই পদক্ষেপের ব্যাপারে জানতে চাওয়া হলে ফিউচার গোষ্ঠী অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Future Group Amazon Legal Battle Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE