Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অ্যামাজন ভারতে ঢালবে আরও ২০ হাজার কোটি

দু’বছরের মাথায় ফের ভারতে বড় লগ্নি পরিকল্পনা ঘোষণা করল অ্যামাজন। এ বার সেই অঙ্ক ৩০০ কোটি ডলার (প্রায় ২০,১০০ কোটি টাকা)। আমেরিকা সফরে গিয়ে সেখানকার শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জেফ বেজোস

জেফ বেজোস

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৪৬
Share: Save:

দু’বছরের মাথায় ফের ভারতে বড় লগ্নি পরিকল্পনা ঘোষণা করল অ্যামাজন। এ বার সেই অঙ্ক ৩০০ কোটি ডলার (প্রায় ২০,১০০ কোটি টাকা)। আমেরিকা সফরে গিয়ে সেখানকার শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ভারতে নতুন বিনিয়োগের কথা জানিয়েছেন ই-কমার্স সংস্থাটির কর্ণধার জেফ বেজোস। এর আগে ২০১৪ সালে এখানে ২০০ কোটি ডলার (১২,০০০ কোটি টাকার বেশি) লগ্নির কথা ঘোষণা করেছিল মার্কিন সংস্থাটি।

বেজোস জানান, ভারতে অ্যামাজনের হাত ধরে সব মিলিয়ে ৪৫ হাজারের বেশি কর্মসংস্থান হয়েছে। ৫০ লক্ষ ঘনফুটে জায়গা জুড়ে তৈরি হয়েছে ২১টি পণ্য রাখার গুদাম। এখানে তাদের ব্যবসা বাড়ছে দ্রুততম হারে। সেই কথা মাথায় রেখেই চলতি বছরে হায়দরাবাদে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও গবেষণা-উন্নয়ন কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছেন তাঁরা। আমেরিকার বাইরে যা হবে সংস্থার বৃহত্তম কেন্দ্র।

প্রসঙ্গত, তিন বছর আগে ভারতের নেট বাজারে পা রেখেছে অ্যামাজন। এই কয়েক বছরেই ওয়েবসাইটে বিক্রেতার সংখ্যা পৌঁছেছে ৮৫ হাজারে। এই অবস্থায় ক্রেতা-বিক্রেতা যোগাযোগ বাড়ানো ও গ্রাহকের কাছে দ্রুত পণ্য পৌঁছনোর জন্যই এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন ভারতে অ্যামাজনের ম্যানেজিং ডিরেক্টর অমিত অগ্রবাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amazon invest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE