রাশিয়া থেকে ভারতের অশোধিত তেল কেনা আটকাতে নরমে-গরমে অন্তত একটি সমাধানসূত্র খুঁজতে মরিয়া ট্রাম্প প্রশাসন। আমেরিকার রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, তাঁর ধারণা শীঘ্রই রাশিয়া থেকে তেলকেনা কমাবে ভারত। বাড়ানো হবে আমেরিকা থেকে কেনা। যদিও সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীরা, এমনকি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও একাধিকবার বলেছে, রাশিয়া থেকে তেল কেনা কমানোর পরিকল্পনা বা নির্দেশ নেই। বরং রাশিয়ার অশোধিত তেলে ছাড় বেশি পাওয়ায় অক্টোবর, নভেম্বরে বরং তার আমদানি বাড়িয়েছে তেল সংস্থাগুলি।
এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, বহু চেষ্টা করেও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ না থামার জন্যে দায়ী মূলত চিন ও ভারত। কারণ, এই দুই দেশ রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে। যা রাশিয়াকে এই যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থের জোগানে সাহায্য করছে। তবে মার্কিন প্রশাসন ও ন্যাটো দেশগুলির উদ্যোগে ভারত শীঘ্রই রাশিয়া থেকে তেল কেনা কমাবে বলেই তাঁর আশা। অন্যদিকে, মার্কিন প্রশাসন সূত্রে খবর ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর ও ডেপুটি সেক্রেটারি মাইকেল রিগাস পাঁচ দিনের ভারত সফরে এসেছেন। এই সময়ে তাঁরা অন্যান্য বিষয়ের সঙ্গে তেল কেনা নিয়েও একাধিক সরকারি কর্তার সঙ্গে বৈঠক করবেন। ফলে সেখান থেকেও ইতিবাচক পদক্ষেপ বেরোতে পারে বলেই মনে করছে ট্রাম্প প্রশাসনের একাংশ। যদিও তথ্য বলছে অক্টোবরে রাশিয়ার তেল কেনা কমা তো দূর, বরং তা আরও বেড়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)