Advertisement
E-Paper

চিনকে ২১৯১৫৮২০০০০০০ টাকা জরিমানা করল আদালত! অনাদায়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত

চিনের সরকারের বিরুদ্ধে করোনা অতিমারি চলাকালীন পিপিই কিট-সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের উৎপাদন, ক্রয় ও রফতানিতে বাধা দেওয়ার এবং সরঞ্জাম মজুদ করার অভিযোগ আনা হয়েছিল ওই মামলায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৪:৫৫
American state Missouri wins 24 Billion dollar judgment against China in COVID-19 related case

ছবি: রয়টার্স।

কোভিড-১৯ সংক্রান্ত একটি মামলায় জয় পেল আমেরিকার মিসৌরি প্রশাসন। আমেরিকার ওই রাজ্যের হাতে ক্ষতিপূরণ বাবদ ২৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২১৯১৫৮২০০০০০০ টাকা) তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হল চিনের সরকারকে! শুক্রবার আমেরিকার এক ফেডারেল বিচারক চিনের বিরুদ্ধে ওই মামলায় মিসৌরির পক্ষে রায় দিয়েছেন। চিনের সরকারের বিরুদ্ধে করোনা অতিমারি চলাকালীন পিপিই কিট-সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের উৎপাদন, ক্রয় ও রফতানিতে বাধা দেওয়ার এবং সরঞ্জাম মজুদ করার অভিযোগ আনা হয়েছিল ওই মামলায়। মামলার পাঁচ বছর পর রায় ঘোষণা হল।

ওই মামলার রায় ঘোষণার পর মিসৌরির অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেইলি এক বিবৃতিতে বলেছেন, ‘‘বিশ্বে কোভিড-১৯ ছড়িয়ে দেওয়ার জন্য চিনের বিরুদ্ধে লড়াইয়ে এটি মিসৌরি তথা আমেরিকার জন্য একটি যুগান্তকারী জয়।’’ তিনি আরও বলেন, ‘‘চিনের তরফে আদালতে কেউ হাজির হতে রাজি হননি, কিন্তু এর অর্থ এই নয় যে তারা অকথ্য দুর্ভোগ এবং অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ চালিয়ে পার পেয়ে যাবে। আমরা চিনের মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতিটি পয়সা আদায় করব।’’

শুক্রবার এক্স হ্যান্ডলেও একটি পোস্ট করেন বেইলি। সেই পোস্টে তিনি লেখেন, ‘‘ওহে চিন, তোমার কাছে মিসৌরি ২৪০০ কোটি ডলার পায়। আমরা আদালতে জিতেছি। টাকা মেটাও, না হলে আমরা মিসৌরিতে থাকা তোমাদের সম্পত্তি এবং কৃষি জমি বাজেয়াপ্ত করা শুরু করব।’’

বেইলির অফিস এ-ও জানিয়েছে যে, এটি একটি ঐতিহাসিক রায়। মিসৌরিতে এর আগে এত বড়় টাকার মামলা কেউ জেতেনি।

বিচারক স্টিফেন লিমবাঘ তাঁর রায়ে বলেছেন, ‘‘আদালত মনে করে যে, মিসৌরি আদালতে সন্তোষজনক প্রমাণ সরবরাহ করেছে। তাই আদালত আসামিপক্ষকে ২৪০০ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিচ্ছে।’’

ওই মামলায় চিন সরকার, চিনের কমিউনিস্ট পার্টি, চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন, চিনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়, চিনের অসামরিক বিষয়ক মন্ত্রণালয়, হুবেই প্রদেশের প্রশাসন, উহান শহরের প্রশাসন, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং চিনের বিজ্ঞান অ্যাকাডেমিকে বিবাদী হিসাবে উল্লেখ করা হয়েছে।

China Covid -19 Missouri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy