সান্তোসেই থেকে গেলেন নেমার জুনিয়র। আগামী বিশ্বকাপ পর্যন্ত নিজের ছোটবেলার ক্লাবের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। গত বছরের শেষ দিন সান্তোসের সঙ্গে চুক্তি নবীকরণ করেছেন নেমার।
জল্পনার অবসান। আপাতত ব্রাজিল ছাড়ছেন না নেমার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সান্তোসের জার্সি গায়েই খেলবেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এই খবর জানিয়েছে। কয়েক সপ্তাহ দু’পক্ষের মধ্যে আলোচনার পর চুক্তি চূড়ান্ত হয়েছে। এর আগে ছ’মাস করে দু’বার নেমারের সঙ্গে চুক্তি করেছিলেন সান্তোস কর্তৃপক্ষ। তৃতীয় চুক্তি হল ১২ মাসের। চুক্তির অঙ্ক কোনও পক্ষই প্রকাশ করেনি। ব্রাজিলের লিগ শেষ হওয়ার পরই নেমারকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী ছিলেন সান্তোস কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
সান্তোসের অবনমন আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নেমার। সাত ম্যাচে পাঁচটি গোল করেন তিনি। যদিও বেশ কিছু দিন ধরে একের পর এক চোট তাঁকে ভোগাচ্ছে। কিছু দিন আগে হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মাঠে ফিরেছেন। আগামী বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার আশা এখনও ছাড়েননি লিয়োনেল মেসির প্রাক্তন সতীর্থ।