পেট্রোপণ্য ও রাসায়নিকের বাজার বা়ড়ছে বিশ্ব জুড়ে। আর, তা ধরতেই ঝাঁপাচ্ছে পশ্চিমবঙ্গ। এ জন্য আগামী বছরের গোড়ায় মুম্বইয়ে রাজ্য আয়োজিত শিল্প সম্মেলনের মঞ্চকে পাখির চোখ করছে তারা।
বিভিন্ন সংস্থার সঙ্গে প্রাথমিক কথা এখনই সেরে নিচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র। বুধবার মুম্বইয়ে তাঁর দাবি, রাজ্য সম্পর্কে আগ্রহ দেখিয়েছে দেশ-বিদেশের সংস্থা। ফলে ২০ হাজার কোটি টাকার লগ্নি আসার সম্ভাবনা। তিনি জানান, রাজ্যের নজর অনুসারী শিল্পের দিকে।