পণ্য-পরিষেবা কর (জিএসটি) নিয়ে আপত্তি তুলল খোদ আরএসএসের শিল্প সংগঠনই। অভিযোগ, জিএসটির এখনকার যা চেহারা, তাতে ধাক্কা খাবে ছোট ও মাঝারি শিল্প।
সঙ্ঘ পরিবারের ছোট ও মাঝারি শিল্পের সংগঠন লঘু উদ্যোগ ভারতী এ দিন সাংবাদিক সম্মেলনে বলে, নভেম্বর থেকে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে কথা হচ্ছে। কিন্তু জিএসটি-র বর্তমান রূপে লোকসান হবে ছোট ও মাঝারি শিল্পের। আগে যে ছাড় পাওয়া যেত, এখন তা মিলবে না। তা ছাড়া। ছোট শিল্পের স্বার্থরক্ষার জন্য আইন তৈরিও মোদী জমানায় তিন বছর ধরে পড়ে রয়েছে। লঘু উদ্যোগ ভারতী এবং সঙ্ঘের শ্রমিক সংগঠন বিএমএস-এর দাবিতেও তা পাশ হয়নি।
জেটলির দাবি, জিএসটির যে হার ঠিক হবে, তাতে কারও ধাক্কা লাগবে না। কিন্তু লঘু উদ্যোগ ভারতীর সভাপতি ওমপ্রকাশ মিত্তলের মতে, আগে উৎপাদন শুল্কে যে ছাড় মিলত, তা আর পাওয়া যাবে না। তাঁর মতে, মোদী সরকারের উচিত ছোট ও মাঝারি শিল্পে বেশি জোর দেওয়া।