Advertisement
১১ মে ২০২৪

এ বার আনন্দের বিপণি কল্যাণীতে

এ দিন বিকেলে বিপণির উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বহু মানুষ হাজির হন। প্রথম দিনেই বিপণিতে উপচে পড়ে ভিড়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শঙ্করপ্রসাদ ভট্টাচার্য এ দিন বইয়ের টানেই এসেছিলেন অনুষ্ঠানে।

সানন্দে: প্রথম দিনেই উপচে পড়ল ভিড়। কল্যাণীতে। নিজস্ব চিত্র

সানন্দে: প্রথম দিনেই উপচে পড়ল ভিড়। কল্যাণীতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৬:০১
Share: Save:

সিগনেট ও আনন্দ প্রকাশনীর বইয়ের খোঁজে আর বাইরে যেতে হবে না কল্যাণীর বাসিন্দাদের। শহরের ২ নম্বর বাজার সংলগ্ন বি-৭/৩৬ এ এখন থেকে মিলবে ওই দুই প্রকাশনীর সব বই। রবিবার কল্যাণীতে আনন্দ প্রকাশনীর নতুন বিপণির উদ্বোধন করলেন কথাসাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী।

এ দিন বিকেলে বিপণির উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বহু মানুষ হাজির হন। প্রথম দিনেই বিপণিতে উপচে পড়ে ভিড়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শঙ্করপ্রসাদ ভট্টাচার্য এ দিন বইয়ের টানেই এসেছিলেন অনুষ্ঠানে। তিনি জানান, আনন্দ-র বিপণি আছে কৃষ্ণনগরে। কল্যাণী এখন শিক্ষানগরী হিসেবে পরিচিত। এতগুলি বিশ্ববিদ্যালয়-সহ প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠান আছে শহরে। পাঠকের অভাব নেই। বইয়েরও চাহিদা রয়েছে। অনেকদিন ধরেই শহরের বাসিন্দাদের খেদ ছিল, কেন আনন্দ বিপণি নেই এখানে। শহরের আস্ত একটা আনন্দ বিপণি তাঁদের কাছে এখন বড় প্রাপ্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE