Advertisement
E-Paper

মোদীর রাজ্যে ৬৫০ কোটির বিমানবন্দর নির্মাণের বরাত পেল অনিল অম্বানীর সংস্থা

সংস্থা সূত্রে খবর, ন’টি সংস্থার মধ্যে সবচেয়ে কম দরপত্র দেওয়া এবং সবচেয়ে বেশি ‘টেকনিক্যাল স্কোর’ ৯২.২ করায় বরাত পেয়েছে অনিলের সংস্থা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ২০:৪০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাফাল বিতর্কে কোণঠাসা। সুপ্রিম কোর্টের নির্দেশে এরিকসনকে এক মাসের মধ্যে দিতে হবে সাড়ে চারশো কোটিটাকা। দেউলিয়া ঘোষণার প্রক্রিয়াও জারি। এই পরিস্থতিতেও মোদীর রাজ্য গুজরাতেএকটি বিমানবন্দর নির্মাণে ৬৪৮ কোটি টাকার বরাত পেল অনিল অম্বানীর সংস্থা। বুধবার একটি প্রেস বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার।

গুজরাতের রাজকোটের কাছে হিসারে আমদাবাদ-রাজকোট হাইওয়ের ধারে তৈরি হচ্ছে নতুন একটি বিমানবন্দর। আমদাবাদের উপর চাপ কমাতেই নয়া এই বিমানবন্দর তৈরির পরিকল্পনা করা হয়। সেই বন্দরের পরিকাঠামো সংক্রান্ত একাধিক কাজের জন্য টেন্ডার ডাকা হয়। দরপত্র জমা দেয় লার্সেন অ্যান্ড টুব্রো, এফকন, দিলীপ বিল্ডকন, গায়ত্রী প্রজেক্টস-এর মতো সংস্থা। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে এই দরপত্র জিতে নেয় অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার।

সংস্থা সূত্রে খবর, ন’টি সংস্থার মধ্যে সবচেয়ে কম দরপত্র দেওয়া এবং সবচেয়ে বেশি ‘টেকনিক্যাল স্কোর’ ৯২.২ করায় বরাত পেয়েছে অনিলের সংস্থা। বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সি বে, দমকল কেন্দ্র-সহ বিভিন্ন কাজের পরিকল্পনা ও নির্মাণ কাজ করবে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। ৩০ মাস অর্থাৎ আড়াই বছরের মধ্যে এই কাজ শেষ করতে হবে।

আরও পড়ুন: অনিল অম্বানী সম্পর্কে কতটা জানেন, ঝালিয়ে নিন জ্ঞানভাণ্ডার

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রক থেকেই চুরি গিয়েছে রাফালের নথি! সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

আরও পড়ুন: বাবর যা করেছেন পাল্টানো যাবে না, বিবাদ মেটানোই লক্ষ্য, অযোধ্যা মামলায় বলল সুপ্রিম কোর্ট

৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তি করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই চুক্তির অফসেট পার্টনার অনিল অম্বানীর সংস্থা রিলায়েন্স অ্যাভিয়েশন। কিন্তু কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ, রিলায়েন্সকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিতেই এই চুক্তি করা হয়েছে। আবার আদালতের নির্দেশের পরেও পাওনা না মেটানোয় আদালত অবমাননার মামলা দায়ের করে এরিকসন। সেই মামলায় চার সপ্তাহের মধ্যে পাওনা মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতির মধ্যেই মোদীর রাজ্যে বন্দর তৈরির বরাত পেল।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Reliance Anil Ambani Gujrat Airport
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy