Advertisement
E-Paper

সুদ কমানোর পক্ষে সওয়াল জেটলির

আরবিআই গভর্নর উর্জিত পটেলের নেতৃত্বে ছ’সদস্যের ঋণনীতি কমিটি আগামী কাল থেকেই সুদের হার ফিরে দেখতে দু’দিনের বৈঠকে বসছে। বুধবারই পেশ করা হবে ঋণনীতি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০২:১০

রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির আগে ফের সুদ ছাঁটাইয়ের জন্য সওয়াল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, মূল্যবৃদ্ধি যথেষ্ট কম। ফলে শিল্পে লগ্নিতে উৎসাহ দিয়ে বৃদ্ধির চাকায় গতি ফেরাতে সুদ আরও কমিয়ে আনার এটাই ঠিক সময়।

তবে বিশেষজ্ঞদের ইঙ্গিত, এ যাত্রায় স্থিতাবস্থা বজায় রাখার পথেই হাঁটবে শীর্ষ ব্যাঙ্ক। ১ জুলাই জিএসটি চালু হলে জিনিসপত্রের দামের উপর তার কতটা প্রভাব পড়ে, তা দেখে নিয়ে আরবিআই অগস্টের ঋণনীতিতে সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন তাঁরা। কারণ, জুলাইয়ের মূল্যবৃদ্ধির পরিসংখ্যানও হাতে আসবে অগস্টে।

আরবিআই গভর্নর উর্জিত পটেলের নেতৃত্বে ছ’সদস্যের ঋণনীতি কমিটি আগামী কাল থেকেই সুদের হার ফিরে দেখতে দু’দিনের বৈঠকে বসছে। বুধবারই পেশ করা হবে ঋণনীতি। সেই পরিপ্রেক্ষিতে সোমবার এক সাক্ষাৎকারে জেটলি বলেছেন, ‘‘আর্থিক বৃদ্ধির হার ও কল-কারখানায় লগ্নি বাড়াতেই হবে। এই পরিস্থিতিতে যে-কোনও অর্থমন্ত্রীই সুদ কমানোর কথা বলবেন। বেসরকারি ক্ষেত্রও একই দাবি তুলবে। যাই হোক, ঋণনীতি কমিটিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করব।’’ প্রসঙ্গত, গত ৬ এপ্রিল ঋণনীতি ফিরে দেখতে বসে রিজার্ভ ব্যাঙ্ক ৬.২৫ শতাংশে অপরিবর্তিত রাখে রেপো রেট (অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার সময়ে রিজার্ভ ব্যাঙ্ক যে-হারে সুদ নেয়)। মূল্যবৃদ্ধির ঝুঁকির কারণ দেখিয়েই পরপর তিন বার সুদ কমানোর পথে হাঁটেনি শীর্ষ ব্যাঙ্ক।

তবে শিল্পের হাল ফিরিয়ে আর্থিক বৃদ্ধির হারকে টেনে তুলতে ঋণে সুদ কমানোর দাবিতে এককাট্টা কেন্দ্র। তাদের দাবি, নতুন পণ্য-পরিষেবা কর (জিএসটি) জমানা ছাপ ফেলবে না। উল্লেখ্য, ২০১৬-’১৭ অর্থবর্ষে জাতীয় আয় বৃদ্ধির হার নেমে এসেছে ৭.১ শতাংশে। আগের বছর তা ছিল ৮%। শিল্পমহলেরও ধারণা, এই মূহূর্তে তেমন মাথা তুলবে না মূল্যবৃদ্ধি। তাই সুদ কমানোর এটাই ঠিক সময়। এপ্রিলে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি নেমে এসেছে ২.৯৯ শতাংশে। আগের বছরের একই সময়ে তা ছিল ৫.৪৭%। এপ্রিলে পাইকারি মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ৩.৮৫%, যা চার মাসে সবচেয়ে কম।

আরও পড়ুন: ফের পথের কাঁটা ভারত, কোচি বন্দরে ঢুকতে পারল না চিনের তিন রণতরী

সিআইআই অবশ্য বলেছে, ‘‘রিজার্ভ ব্যাঙ্ক ও ঋণনীতি কমিটি মূল্যবৃদ্ধি যথেষ্ট কমলেও অতি সতর্ক বলে তা মানতে চায় না। স্টেট ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার অংশুলা কান্ত বলেন, ‘‘মূল্যবৃদ্ধির গতিপথ খতিয়ে দেখে এবং বাজারে নগদের জোগান যথেষ্ট থাকায় আরবিআই এ বার সুদ কমাবে না বলেই মনে হয়।’’ একই মত রেটিং সংস্থা ইক্রা ও আর্থিক উপদেষ্টা সংস্থা নোমুরারও। শেষ পর্যন্ত শীর্ষ ব্যাঙ্ক কোন পথে হাঁটে সংশ্লিষ্ট মহলের নজর এখন সে দিকেই।

এক নজরে


এপ্রিলের ঋণনীতিতে রেপো রেট ৬.২৫ শতাংশে অপরিবর্তিত


খুচরো মূল্যবৃদ্ধি এপ্রিলে কমে ২.৯৯%। আগের বছরে ছিল ৫.৪৭%


এপ্রিলে পাইকারি মূল্যবৃদ্ধি ৩.৮৫%, যা চার মাসে সবচেয়ে কম


জিএসটি জমানায় মূল্যবৃদ্ধির ঝুঁকি বাড়বে না, দাবি কেন্দ্রের


খাদ্যপণ্যের দাম কমায় মূল্যবৃদ্ধি সহ্যের মধ্যে থাকবে, দাবি শিল্পেরও


জিএসটি চালু হলে অবস্থা বুঝে পরের বার সুদ কমাতে পারে আরবিআই, মত বিশেষজ্ঞদের

Arun jaitley অরুণ জেটলি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy