Advertisement
১৯ এপ্রিল ২০২৪

Audi: আমদানি শুল্ক কমানোর আর্জি অডিরও

এখন ভারতে অডি পাঁচটি মডেলের বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে।

ছবি : সংগৃহীত।

ছবি : সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ০৬:৩৭
Share: Save:

দিন কয়েক আগে ভারতে গাড়ির ‘বিপুল’ আমদানি শুল্কের বিষয়ে মুখ খুলেছিলেন আমেরিকার টেসলার কর্ণধার ইলন মাস্ক। জানিয়েছেন, শুল্কের হার কমানো হলে বৈদ্যুতিক গাড়ির বাজার কিছুটা বাড়বে। তার পরে এ দেশে সরাসরি ওই গাড়ির উৎপাদনের কথাও ভাবা যেতে পারে। এ বার ঠিক একই কথা বললেন জার্মানির গাড়ি সংস্থা অডির ভারতীয় শাখার শীর্ষ কর্তা বলবীর সিংহ ধিলোঁ। এক সাক্ষাৎকারে তাঁর মন্তব্য, এ দেশে বৈদ্যুতিক গাড়ি ক্ষেত্রের বৃদ্ধির পথে বড় বাধা উঁচু আমদানি শুল্ক। তা কমানো হলে গাড়ির দামও কিছুটা কমবে। বাড়বে চাহিদাও। তা হলেই বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য এ দেশে বিনিয়োগের আর্জি জানানো যেতে পারে জার্মানির মূল সংস্থাটিকে।

এখন ভারতে অডি পাঁচটি মডেলের বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে। ধিলোঁ জানান, তাঁদের প্রথম দফায় আমদানি করা সব গাড়ি বিক্রি হয়ে গিয়েছে। তাঁর কথায়, ‘‘শুল্ক কমলে বিক্রি আরও বাড়বে। সরকারের কাছে আমাদের আর্জি, এ ব্যাপারে তারা কিছু একটা করুক। যদি তিন থেকে পাঁচ বছরের জন্যও সুরাহা মেলে তা হলে আরও বিনিয়োগের ব্যাপারে সংস্থার সঙ্গে কথা বলা সম্ভব হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE