উৎপাদন বাড়াতে তিন বছরে ২০০০ কোটি টাকা লগ্নি করবে কলকাতার বার্জার পেন্টস। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় গড়বে দু’টি নতুন কারখানা। অন্ধ্রপ্রদেশে হিন্দুপুরের কারখানার উৎপাদন ক্ষমতাও বাড়াবে। রং সংস্থার লক্ষ্য, সব মিলিয়ে ২০৩০-এর মধ্যে বাড়িয়ে ২০,০০০ কোটিতে করা।
বার্জার পেন্টসের ১০০ বছর পূর্তির অনুষ্ঠানে এমডি-সিইও অভিজিৎ রায় বলেন, ‘‘এ রাজ্যের পানাগড়ে ৬০০ কোটি টাকায় কারখানা তৈরি হচ্ছে। ২০২৬-এর মধ্যে চালু হবে। কাজ পাবেন প্রায় ৬০০ জন। ওড়িশার কারখানা গড়তে খরচ ১২০০ কোটি। চালু ২০২৭-এ। হিন্দুপুর কারখানার ক্ষমতা বাড়াতে ঢালা হবে ২৫০ কোটি। তিনি জানান, সংস্থার ১৭টি কারখানায় ১.১০ লক্ষ টন রং তৈরি হয়। নতুনগুলি চালু হলে হবে ১.৪২ লক্ষ।
দেশে রঙের ব্যবসা বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে বলে জানান বার্জার পেন্টসের নতুন চেয়ারম্যান রিশমা কউর। তিনি বলেন, ‘‘গড় হিসাবে বিশ্বে মাথাপিছু রং ব্যবহার হয় ১৫ কেজি। ভারতে তা ৩.৫ কেজি।’’ দেশে স্মার্ট সিটি-সহ পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়ার যে পরিকল্পনা হয়েছে, তাতে রঙের বাজার বাড়বে বলে আশা সংস্থার। অভিজিতের দাবি,
রং তৈরির কাঁচামাল পেট্রোপণ্যের দাম বিশ্ব বাজারে কমেছে। ফলে টাকার দাম তলানিতে নামলেও এখন রঙ দামি হওয়ার আশঙ্কা নেই।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)