Advertisement
E-Paper

তেলের দাম আগুন, বাইক কেনার আগে মাইলেজ দেখে নিন

বাজারে মোটরবাইক অজস্র। ১০০ সিসি-র কোন বাইকে কী পাবেন?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১০:৩৬
মাইলেজ দেখে তবেই বাইক কিনুন।—ছবি: ফাইল চিত্র।

মাইলেজ দেখে তবেই বাইক কিনুন।—ছবি: ফাইল চিত্র।

বর্তমানে ডিজেল ও পেট্রলের দাম যেভাবে বাড়ছে, তাতে প্রতি দিনের যাত্রাপথের খরচ বেড়ে চলেছে ধীরে ধীরে।আজকের প্রতিবেদন তাই বিশেষ করে সেই সমস্ত বাইককে কেন্দ্র করে যাদের মাইলেজ ৫০কিমি/লিটারের থেকে বেশি।খুব সাধারণ হিসেব, ইঞ্জিন যত বড় হবে, যত শক্তিশালী হবে, সে তত বেশি তেল খাবে, তার মাইলেজ তত কমবে।

তাই এক্ষেত্রে ১০০ সিসি-র বাইক নির্বাচন করা হল। দাম অনুযায়ী কোম্পানিগুলি উল্লেখ করা হল এবং সমস্ত দাম এক্স-শোরুম মূল্য, কারণ তার ওপর একাধিক জায়গায় একাধিক রকমের ট্যাক্স অনুযায়ী দামের তারতম্যহতে পারে। সমস্ত মাইলেজের হিসেব কোম্পানির তরফে উল্লিখিত, রোজকার সাধারণ ব্যবহারে অবশ্য এর থেকে কিছুটা কম হওয়াটাই স্বাভাবিক।

বাজাজ কোম্পানি এই মুহূর্তে সব থেকে সস্তার ১০০ সিসি বাইকের প্রস্তুতকারক।সিটি ১০০ মডেলটি বাজারে আসে ২০১৫ সালে, ৪ স্ট্রোক ইঞ্জিন, ইকনমি অথবা পাওয়ার মোড রয়েছে,এক্স-শোরুম মূল্য ৩১৫০০ থেকে ৩৪০০০ টাকার মধ্যে, ৯৯.৩ সিসি ইঞ্জিন, ৮.০৩ বিএইচপি, ৯০কিমি/ঘণ্টাসর্বোচ্চ গতি। মাইলেজ প্রতি লিটার তেলে ৯০ কিমি।

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

এছাড়া রয়েছে বাজাজ প্ল্যাটিনা, সব ক্ষেত্রেই প্রায় সমান সিটি ১০০-র মতোই, এর সাসপেন্সন কিছুটা উন্নত, ফলে চালকের জন্য তা আরামদায়ক। মাইলেজ কিছুটা বেশি, ৯২ কিমি প্রতি লিটার তেলে,১০২ সিসি ইঞ্জিন, ৭.৯ বিএইচপি, ৯০কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি। এক্স-শোরুম মূল্য ৪৬৫০০-৪৮০০০ টাকার মধ্যে।

মূল্যের দিক থেকে দ্বিতীয় জায়গায় থাকছে টিভিএস কোম্পানি। টিভিএস স্টার সিটির নতুন মডেল টিভিএস স্টার স্পোর্ট, ২০১৫-তে নতুন রূপে হাজির। ৪ স্ট্রোক ইঞ্জিন, বাইকের স্পিড কমলেও মাইলেজ আগের থেকে বেশি, ৯৫ কিমি প্রতি লিটারে এবং দেখতে আগের থেকে ভাল।এক্স-শোরুম মূল্য ৩৮৫০০-৪৮৫০০ টাকা, ৯৯.৭ সিসির ইঞ্জিন,৭.৪ বিএইচপি, ৮৫কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি, রয়েছে ইলেকট্রিক স্টার্ট।এর থেকে আর একটু দামী মডেলটি হল স্টার সিটি প্লাস, যার ডিজাইন আরও ভাল, সাসপেন্সন ভাল, অনেকগুলি মডেল মার্কেটে পাওয়া যাচ্ছে। দাম ৪৯০০০-৫২০০০ টাকার মধ্যে, মাইলেজ একটু কম, ৮৬ কিমি/লিটার। একটু বড় ইঞ্জিন, ১০৯.৭ সিসি ইঞ্জিন, ফলে তার ক্ষমতা কিছুটা বেশি, ৮.৪ বিএইচপি, ৯০ কিমি/ঘন্টা সর্বোচ্চ গতি।

টিভিএস স্টার স্পোর্টস বাইক। ছবি: ফাইল চিত্র।

আরও পড়ুন: এ বার পেট্রল ইঞ্জিনের বিএমডব্লিউ এক্স-১ হাজির​

হন্ডা কোম্পানির বাইকের বডি বেশ মজবুত হয় সাধারণত, ফলে তার দাম একটু বেশির দিকে থাকে।সব থেকে সস্তায় বাজারে পাওয়া যাচ্ছে সিডি ১১০ ড্রিম, ৪৮০০০-৫১০০০ টাকা এক্স-শোরুম মূল্য। ২০১৮-তে নতুন করে প্রকাশ পেয়েছে এটি, খোলনলচে কিছুটা পাল্টে আরও নতুন সাজে হাজির। প্রায় এর সমমূল্যে আর একটি বাইক হাজির, ড্রিম নিও। এই ড্রিম সিরিজের আর একটু দামী বাইকটি হল ড্রিম ইয়োগা, ৬টি আলাদা রঙের মডেল হাজির। দুটো বাইকের ইঞ্জিন সমান, ফলে মাইলেজ, ক্ষমতা, সব সমান। ১০৯ সিসি ইঞ্জিন, ৮.৪ বিএইচপি, ৮৬ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি, মাইলেজ ৭৮ কিমি/লিটার।

এই তালিকায় মাহিন্দ্রার একটাই বাইক এসেছে,সেঞ্চুরো। এই বাইকটি এমন এক প্রযুক্তি নিয়ে এসেছে যা শুধু এই দামের মধ্যে নয়, ভারতের প্রথম বাইক হিসেবে নিয়ে আসে ডিজিটাল সেন্ট্রাল লকিং সিস্টেম। চাবি ছাড়া এই বাইক চালু করা অসম্ভব, অনেকটা গাড়ির চাবির মতো, সফটওয়্যার দ্বারা সুরক্ষিত এই বাইক। ৪ স্ট্রোকের এই বাইকের সবচেয়ে দামী মডেলে আছে ডিস্ক ব্রেকের সুবিধে। ৪৩০০০-৪৬০০০ টাকা মূল্যের এই বাইকের মাইলেজ ৮৫কিমি, ১০৬ সিসির ইঞ্জিন, ৮.৪ বিএইচপি, ৯২ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি।

সব চেয়ে প্রচলিত যে কোম্পানি ছিল একসময়ে, সেই হিরো-হন্ডা কোম্পানি, যা পরবর্তী কালে আলাদা দু’টি কোম্পানিতে ভাগ হয়ে যায়, তাদের সব চেয়ে বেশি বিক্রিত বাইক স্প্লেনডর এখনও বাজারে হাজির, নতুন মডেল ও বৈশিষ্ট নিয়ে।

স্প্লেনডর প্রো। ছবি:ফাইল চিত্র।

আরও পড়ুন: যাত্রী সুরক্ষা-সহ নানা বৈশিষ্ট্য নিয়ে বাজারে হাজির স্কোডা র‍্যাপিড অনিক্স​

সস্তায় স্প্লেনডর প্রো একাধিক রং ও মডেলে হাজির। স্প্লেনডর প্রোর দামী মডেলে হাজির ডিস্ক ব্রেকনিয়ে।৯৭.২ সিসি ইঞ্জিন, মাইলেজ ৯০ কিমি/লিটার, ৮.৩ বিএইচপি,সর্বোচ্চ গতি ৮৫কিমি/ঘণ্টা।

Motor Bikes Mileage Speed Auto
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy