Advertisement
০৭ মে ২০২৪

পরিচালন পর্ষদ গড়ল আইডিএফসি ব্যাঙ্ক

আগামী ১ অক্টোবরই পুরোদস্তুর ব্যাঙ্ক হিসেবে আত্মপ্রকাশ করছে আইডিএফসি। তার আগে ৯ জন সদস্যের পরিচালন পর্ষদ গড়ল আইডিএফসি ব্যাঙ্ক। প্রকাশ করল লোগো। ব্যাঙ্কের নন-এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল বৈজল। আর এগ্‌জিকিউটিভ ভাইস-চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব লাল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩৬
Share: Save:

আগামী ১ অক্টোবরই পুরোদস্তুর ব্যাঙ্ক হিসেবে আত্মপ্রকাশ করছে আইডিএফসি। তার আগে ৯ জন সদস্যের পরিচালন পর্ষদ গড়ল আইডিএফসি ব্যাঙ্ক। প্রকাশ করল লোগো। ব্যাঙ্কের নন-এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল বৈজল। আর এগ্‌জিকিউটিভ ভাইস-চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব লাল।

উল্লেখ্য, ক্ষুদ্রঋণ সংস্থা বন্ধনের সঙ্গেই দেশে নতুন ব্যাঙ্ক খোলার লাইসেন্স পেয়েছিল পরিকাঠামো ক্ষেত্রে ঋণপ্রদানকারী আইডিএফসি। গত ২৩ অগস্ট খুলে গিয়েছে বন্ধন ব্যাঙ্ক। এ বার আইডিএফসি ব্যাঙ্কের পালা। তাদের সদর দফতরে মুম্বইয়ে হলেও রেজিস্টার্ড অফিস হবে চেন্নাইয়ে। প্রাথমিক ভাবে খোলা হবে ২৩টি কর্পোরেট এবং গ্রামীণ শাখা। পরে তা বাড়বে। তবে লাল জানান, বেশি শাখা খুলে নয়, প্রযুক্তিকে হাতিয়ার করেই গ্রাহকের দরজায় পৌঁছবেন তাঁরা। লালের দাবি, সাধারণ ব্যাঙ্কের যত শাখা থাকে তার ১০% থাকলেও, সেই লক্ষ্যপূরণ সম্ভব।

ব্যাঙ্কটির পর্ষদের অন্য সদস্যরা হলেন, সিএজি-র প্রাক্তন অডিটর জেনারেল বিনোদ রাই, অর্থনীতিবিদ অশোক গুলাটি, বিশ্বব্যাঙ্কের প্রাক্তন এমডি (অপারেশন্স) গৌতম কাজিম, গোল্ডম্যান স্যাক্সের প্রাক্তন এমডি অজয় সোঁধী, সিটি ব্যাঙ্ক ইন্ডিয়ার প্রাক্তন সিএফও অভিজিৎ সেন, স্বধর মাইক্রোফিনান্সের প্রতিষ্ঠাতা বীণা মানকর ও আইডিএফসি-র এমডি-সিইও বিক্রম লিমায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Board member IDFC bank management team money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE