Advertisement
০২ মে ২০২৪
Solar Panel

সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহারে জোর কেন্দ্র-রাজ্যের

দেশে ১ কোটি বাড়িতে ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ার কথা আগেই বলেছেন মোদী। বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাতে ওই পরিবারগুলিকে প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেন।

An image of Solar Powers

দেশে ১ কোটি বাড়িতে ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ার কথা বলেছেন মোদী। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৪৭
Share: Save:

দূষণ হ্রাসে অপ্রচলিত তথা বিকল্প বিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা করছে কেন্দ্র-রাজ্য উভয়পক্ষই। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করছেন, তখন কলকাতায় একদা তাঁর মন্ত্রিসভার সতীর্থ ও বর্তমানে রাজ্যের অপ্রচলিত শক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও পশ্চিমবঙ্গে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে তাঁদের নতুন পরিকল্পনার ব্যাখ্যা দিলেন।

দেশে ১ কোটি বাড়িতে ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ার কথা আগেই বলেছেন মোদী। বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাতে ওই পরিবারগুলিকে প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেন। এ দিন এক্স-এ মোদী জানান, এ জন্য খরচ হবে ৭৫,০০০ কোটি টাকা।

আগে প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা বলা হলেও এ দিন মোদী জানান, ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’য় ভর্তুকির টাকা সরাসরি জমা পড়বে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দেওয়া হবে কম সুদে ব্যাঙ্ক ঋণও। এ জন্য সব পক্ষকে ন্যাশনাল অনলাইন পোর্টালে নথিভুক্ত হতে হবে। শহরের স্থানীয় প্রশাসন, পঞ্চায়েতগুলি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো নিয়ে প্রচার চালাবে।

অন্য দিকে, মঙ্গলবারই কলকাতায় বণিকসভা অ্যাসোচ্যামের বিদ্যুৎ ও জ্বালানি শক্তি সংক্রান্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা বিকল্প বিদ্যুতে জোর দেওয়ার পাশাপাশি সেই পথের নানা প্রতিবন্ধকতা এড়ানোর পরিকল্পনায় গুরুত্ব দেন। সেখানে বাবুল জানান, ইতিমধ্যেই রাজ্যের ১০৪টি সরকারি ভবনে (যেমন জেলাশাসক, মহকুমা শাসকের দফতর, জেলা আদালত, কিছু বিশ্ববিদ্যালয়) সৌর বিদ্যুৎ প্রকল্প ‘আলোশ্রী’ প্রায় শেষের মুখে। এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্যের ৯০০ টি স্কুল ও ৫০টি কলেজে সৌর-প্যানেল বসানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE