Advertisement
১৯ এপ্রিল ২০২৪
সূচক ফের ২৬ হাজারের ঘরে

বিশ্ব বাজারে ৯৭ ডলারের নীচে নামল তেলের দাম

পর পর তিন দিনের লেনদেনেই বিক্রির হিড়িক শেয়ার বাজারে। যা সেনসেক্সকে বৃহস্পতিবার ফের টেনে নামাল ২৭ হাজারের নীচে। পাশাপাশি, বিশ্ব বাজারে উঁচু মানের অশোধিত তেল ব্রেন্ট-এর দাম এ দিন ব্যারেলে ৯৭ ডলারের নীচে নেমে যায়। গত দু’বছরে তেলের দাম এত কমেনি। চাহিদা কম থাকায় তেলের বাড়তি জোগান নিয়ে দুশ্চিন্তাই দাম কমার কারণ বলে বাজার সূত্রের খবর। এ নিয়ে পর পর ছ’দিন তেলের দাম কমলো বিশ্ব বাজারে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪২
Share: Save:

পর পর তিন দিনের লেনদেনেই বিক্রির হিড়িক শেয়ার বাজারে। যা সেনসেক্সকে বৃহস্পতিবার ফের টেনে নামাল ২৭ হাজারের নীচে। পাশাপাশি, বিশ্ব বাজারে উঁচু মানের অশোধিত তেল ব্রেন্ট-এর দাম এ দিন ব্যারেলে ৯৭ ডলারের নীচে নেমে যায়। গত দু’বছরে তেলের দাম এত কমেনি। চাহিদা কম থাকায় তেলের বাড়তি জোগান নিয়ে দুশ্চিন্তাই দাম কমার কারণ বলে বাজার সূত্রের খবর। এ নিয়ে পর পর ছ’দিন তেলের দাম কমলো বিশ্ব বাজারে।

বিশ্ব বাজারে তেলের দাম কমা সাধারণ ভাবে ভাল খবর। এর জেরে ভারতের বৈদেশিক বাণিজ্যে ঘাটতি কমে আসে, যা শেয়ার বাজারের পক্ষে স্বস্তির। কিন্তু এ দিন তেলের দাম কমা সত্ত্বেও বাজারে মন্দার কারণ, বিদেশি আর্থিক সংস্থাগুলির ভারত থেকে লগ্নি কিছুটা হলেও তুলে নেওয়া। তারা ইতিমধ্যেই ৯.৯০ কোটি টাকার শেয়ার ভারতের বাজারে বিক্রি করেছে।

এ দিন সূচকের পতনের পিছনে আর যে-সব কারণ কাজ করেছে, সেগুলি হল:

• মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ তড়িঘড়ি সুদের হার বাড়াতে পারে বলে ইঙ্গিত। যার জেরে ভারতে কমতে শুরু করেছে বিদেশি আর্থিক সংস্থার লগ্নি

• বারাক ওবামা সিরিয়া, ইরাকের মতো তেল উৎপাদনকারী দেশে জঙ্গি দমনে কৃতসংকল্প। ফলে উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা নিয়ে আশঙ্কা

• বিলগ্নিকরণের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা সায় দেওয়ায় কোল ইন্ডিয়া, ওএনজিসি, এনএইচপিসি শেয়ারের পতন

বিদেশি সংস্থাগুলিই যেহেতু ভারতের বাজারে মূল চালিকাশক্তি, সেই কারণে, তাদের শেয়ার বিক্রি সেনসেক্সের পতনে ইন্ধন জুগিয়েছে। বাজার বন্ধের সময়ে সেনসেক্স ৬৩ পয়েন্ট কমে হয় ২৬,৯৯৫.৮৭। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতীয় অর্থনীতির ভিত যথেষ্ট শক্ত। ফলে ভাল শেয়ারের দাম শীঘ্রই বাড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sensex 26000
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE