Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ব্রিক্‌সে স্টার্ট আপ তহবিলের দাবি

স্টার্ট-আপ বা নতুন উদ্যোগ গড়ায় উৎসাহ দিতে একটি তহবিল গড়ার পক্ষে সওয়াল করলেন ব্রিক্‌স গোষ্ঠীর পাঁচটি দেশের বাণিজ্য প্রতিনিধিরা। এ ধরনের ‘এঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্ক’ তৈরি হলে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তৈরি ব্রিক্‌স জোটের প্রতিটি দেশই ওই তহবিলের সাহায্য নিতে পারবে।

সংবাদ সংস্থা
পানাজি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০১:৫৮
Share: Save:

স্টার্ট-আপ বা নতুন উদ্যোগ গড়ায় উৎসাহ দিতে একটি তহবিল গড়ার পক্ষে সওয়াল করলেন ব্রিক্‌স গোষ্ঠীর পাঁচটি দেশের বাণিজ্য প্রতিনিধিরা। এ ধরনের ‘এঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্ক’ তৈরি হলে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তৈরি ব্রিক্‌স জোটের প্রতিটি দেশই ওই তহবিলের সাহায্য নিতে পারবে। ব্রিক্‌স বাণিজ্য পরিষদের চেয়ারম্যান ওঁকার এস কানোয়ার শনিবার এ কথা জানিয়ে বলেন, শিল্পোদ্যোগে উৎসাহ দিতে এই পুঁজি জরুরি। পাঁচ রাষ্ট্রের নবীন শিল্পোদ্যোগীদের যাতে মূলধনের অভাবে পিছিয়ে যেতে না-হয়, তার জন্যই এর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।পাশাপাশি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও লগ্নি বাড়ানোর কথা বলাহয়েছে সম্মেলনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরে যৌথ বিবৃতিতে ব্যবসা বাড়াতে বিভিন্ন বিধিনিষেধ তুলতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BRICS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE