নেট ছাড়াই দেখা যাবে ইউ-টিউব
সংবাদ সংস্থা • মুম্বই
এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াও দেখা যাবে ইউ-টিউব। এ জন্য তাদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে রাখতে হবে পছন্দের ভিডিও। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা যত বার খুশি দেখা যাবে। এ জন্য আর আলাদা করে নেট সংযোগ লাগবে না। বৃহস্পতিবার ভারত, ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ায় এই নতুন পরিষেবা চালু করেছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। ভারতে ইউ-টিউব ব্যবহারকারীর ৪০ শতাংশই ভিডিও দেখেন মোবাইলে। কিন্তু নেট ব্যবহারের খরচ তুলনায় বেশি ও সংযোগের গতি কম থাকায় অনেক সময়েই সমস্যা হয়। তাই পছন্দের ভিডিও দেখতে যাতে বেশি সময় না-লাগে, তার জন্য এই পরিষেবা চালু হয়েছে, দাবি গুগ্লের। নেট ছাড়া ভিডিও দেখার সময়েও বিজ্ঞাপনের ব্যবস্থা রাখা হয়েছে। আর গ্রাহক ফের নেট চালু করলেই কত বার ভিডিওটি দেখা হয়েছে, সেই তথ্য পৌঁছে যাবে সার্ভারে।
বিপাকে জিয়োমি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
ভারতে চিনা মোবাইল সংস্থা জিয়োমি-র ফোন বিক্রি ও আমদানি নিষিদ্ধ করল দিল্লি হাইকোর্ট। এক অন্তর্বর্তী নির্দেশে এ দেশে নেটে কেনাকাটার সংস্থা ফ্লিপকার্টকেও এটি বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এরিকসন তার পেটেন্ট থাকা কিছু প্রযুক্তি জিয়োমিকে লাইসেন্স নিয়ে ব্যবহারের অনুমতি দিয়েছিল। কিন্তু অভিযোগ, তা না-নিয়েই ভারতে ফোন এনে পেটেন্ট আইন ভাঙে জিয়োমি।
দুর্গাপুরে বিপণি
দুর্গাপুর সিটি সেন্টারে নয়া বিপণি খুলল ভোডাফোন। শিলিগুড়ির পরে এটি বেঙ্গল সার্কেলে তাদের দ্বিতীয় ‘গ্লোবাল ডিজাইন স্টোর’। এখানে একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা মিলবে।