Advertisement
২৭ এপ্রিল ২০২৪
BSE SENSEX

BSE Sensex: চার দিনে সেনসেক্স নামল ২২৭২ পয়েন্ট

তবে অন্য অংশের মতে, অস্বাভাবিক দ্রুত গতিতে ৬১ হাজার পেরনো বাজারে এই সংশোধন হওয়ারই ছিল। লগ্নির সুযোগ খুলেছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ০৮:০৬
Share: Save:

চার দিনে মোট ২২৭১.৭৩ পয়েন্ট পড়ে শুক্রবার ৫৯,০৩৭.১৮ অঙ্কে নামল সেনসেক্স। ফলে চলতি সপ্তাহেই বাজার থেকে মুছে গেল লগ্নিকারীদের ১০.৩৬ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। বিশেষজ্ঞদের একাংশের দাবি, দুর্বল বিশ্ব বাজারের ধাক্কায় কাহিল ভারত। তার উপরে সোম থেকে শুক্র বিদেশি লগ্নিকারীরা ভারতে ১২,৫৪৩.৬১ কোটি টাকার শেয়ার বেচেছে। তবে অন্য অংশের মতে, অস্বাভাবিক দ্রুত গতিতে ৬১ হাজার পেরনো বাজারে এই সংশোধন হওয়ারই ছিল। লগ্নির সুযোগ খুলেছে।

কোটাক সিকিউরিটিজ়ের শশাঙ্ক চৌহানের মতে, অশোধিত তেলের চড়া দাম, মূল্যবৃদ্ধি, বন্ডের ইল্ড বৃদ্ধি, বিভিন্ন দেশে সুদের হার বৃদ্ধির আশঙ্কা বিশ্ব জুড়ে শেয়ার বাজারকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। লগ্নিকারীদের আস্থা ধাক্কা খাচ্ছে। তাই অন্যান্য সব দেশের মতো ভারতেও পড়ছে সূচক।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ অবশ্য বলছেন, ‘‘শেয়ার বাজার এখন সংশোধনের পথে। সামনের সপ্তাহেও পতনের ধারা বহাল থাকতে পারে। সূচক অন্তত ১০% পড়লে শেয়ারের দামে কৃত্রিমতা দূর হবে।’’ যদিও অশোধিত তেলের দাম, মূল্যবৃদ্ধি এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা বাজারে অশনি সঙ্কেত বলে মনে করছেন তিনিও। আর বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালের বার্তা, ‘‘এটাই লগ্নির সুযোগ। ভাল শেয়ার কিনতে পারেন সাধারণ বিনিয়োগকারীরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSE SENSEX Share Market Stock Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE