Advertisement
০২ এপ্রিল ২০২৩

ধাক্কা খেল ব্যবসার আস্থাও

যেখানে ব্যবসা করার মানসিকতার প্রতিফলন, ওই আস্থা সূচক কমেছে তো বটেই। সেই সঙ্গে একেবারে তলিয়ে গিয়েছে এক দশকেরও বেশি সময়ের নীচে।

বিদেশি বিনিয়োগ টানতে উদ্যোগী কেন্দ্র।—প্রতীকী ছবি।

বিদেশি বিনিয়োগ টানতে উদ্যোগী কেন্দ্র।—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ০২:৫৮
Share: Save:

বাজারে বিক্রিবাটা বাড়ছে না। শিল্পোৎপাদন কমছে। পরিকাঠামো শিল্প সঙ্কুচিত। বৃদ্ধি ছ’বছরের সবচেয়ে নীচে। অনেকের মতে, এই অবস্থায় দেশে ব্যবসার আস্থাই বা অটুট থাকে কী করে! সোমবার ভরসা হারানোর সেই আশঙ্কাই মজবুত হল আর্থিক নীতি গবেষণা ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ের থিঙ্ক ট্যাঙ্ক ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের (এনসিএআইআর) সমীক্ষায়। যেখানে ব্যবসা করার মানসিকতার প্রতিফলন, ওই আস্থা সূচক কমেছে তো বটেই। সেই সঙ্গে একেবারে তলিয়ে গিয়েছে এক দশকেরও বেশি সময়ের নীচে।

Advertisement

সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের সহজে ব্যবসার মাপকাঠিতে ১৪ ধাপ এগিয়েছে ভারত। সারা বিশ্বে ১৯০টি দেশের মধ্যে জায়গা পেয়েছে ৬৩ নম্বরে। তবে ওই রিপোর্টও বলেছিল, সাফল্য এসেছে এ দেশে সহজে ব্যবসা গোটানোর হাত ধরে। ব্যবসা শুরুর মাপকাঠিতে ভারত সেই শেষ বেঞ্চেই বসে। এ দিন সংশ্লিষ্ট মহলের দাবি, এনসিএইআরের সমীক্ষায় সেটাও ফের প্রমাণ হল।

এনসিএইআর-এর বিজনেস কনফিডেন্স ইনডেক্স বা ব্যবসার আস্থা সূচক চলতি অর্থবর্ষের জুলাই থেকে সেপ্টেম্বর আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৫% কমেছে। আর আগের ত্রৈমাসিকের থেকে কমেছে ১৫.৩%। তারা জানিয়েছে, অর্থনীতি ঝিমিয়ে থাকাই এর কারণ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.