Advertisement
০৬ মে ২০২৪

গ্রামে ল্যান্ডলাইন সংযোগে ভর্তুকি বিএসএনএলকে

গ্রামে ল্যান্ডলাইন ফোন দিতে বিএসএনএল-এর দীর্ঘদিনের বকেয়া ভর্তুকি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের প্রধান মুখপাত্র ফ্রাঙ্ক নোরোনহা বুধবার টুইটারে বলেছেন, ‘‘গ্রামে ওয়্যারলাইন পরিষেবার জন্য বিএসএনএল-কে যে ১,২৫০ কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হয়েছিল, সেই ভর্তুকি অনুমোদন করেছে মন্ত্রিসভা।’’

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৬
Share: Save:

গ্রামে ল্যান্ডলাইন ফোন দিতে বিএসএনএল-এর দীর্ঘদিনের বকেয়া ভর্তুকি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

কেন্দ্রের প্রধান মুখপাত্র ফ্রাঙ্ক নোরোনহা বুধবার টুইটারে বলেছেন, ‘‘গ্রামে ওয়্যারলাইন পরিষেবার জন্য বিএসএনএল-কে যে ১,২৫০ কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হয়েছিল, সেই ভর্তুকি অনুমোদন করেছে মন্ত্রিসভা।’’ ওই ভর্তুকি ‘ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড’ থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

২০০২-এর ১ এপ্রিলের আগে গ্রামীণ এলাকায় ওই ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়েছিল। এ জন্য পরবর্তী কালে যে আর্থিক বোঝা বিএসএনএল-কে বইতে হত, তা ২০১১-এর ১৭ জুলাই পর্যন্ত মিটিয়ে দেয় টেলিকম দফতর। এরপর ট্রাই হিসেব কষে জানায়, ২০১১-এর ১৭ জুলাই থেকে ভর্তুকির অঙ্ক হবে ১৫০০ কোটি টাকা। এবং ২০১২-এর ১৮ জুলাই থেকে তা হবে ১২৫০ কোটি। ১৫০০ কোটি টাকা আগেই পেয়েছিল বিএসএনএল। আজ বাকি টাকাটাও অনুমোদন করল কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rural phone BSNL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE