Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সিএজি-র তোপ

কেজি-ডি৬ ব্লকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ১৬০ কোটি ডলার মূল্যের গ্যাস উত্তোলন নিয়ে প্রশ্ন তুলল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (সিএজি)। একই সঙ্গে ওএনজিসি-র ক্ষেত্র থেকে রিলায়্যান্সের ক্ষেত্রে গ্যাস চলে যাওয়ার দাবিও মেনে নিয়েছে তারা।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০২:১৩
Share: Save:

কেজি-ডি৬ ব্লকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ১৬০ কোটি ডলার মূল্যের গ্যাস উত্তোলন নিয়ে প্রশ্ন তুলল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (সিএজি)। একই সঙ্গে ওএনজিসি-র ক্ষেত্র থেকে রিলায়্যান্সের ক্ষেত্রে গ্যাস চলে যাওয়ার দাবিও মেনে নিয়েছে তারা। মঙ্গলবার সংসদে পেশ করা সিএজি-র রিপোর্টে দাবি, চুক্তি অনুসারে মুকেশ অম্বানীর সংস্থার কাছ থেকে ৮৩১.৮৮ বর্গকিমি গ্যাস ক্ষেত্র ফিরিয়ে নেওয়া উচিত। পাশাপাশি, তেল ও গ্যাস তোলার খরচ উসুল করতে সংস্থাটি যাতে ওই ক্ষেত্রের তেল ও গ্যাস বিক্রি করতে না পারে, তা-ও কেন্দ্রের নিশ্চিত করা উচিত বলে তাদের মত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAG gas exploration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE