নেট বাজারের (ই-কমার্স) জাতীয় নীতি এবং তার রূপায়ণ বিধি তৈরিতে ‘অযৌক্তিক দেরি’র অভিযোগ তুলল ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি। এ নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য তথা ক্রেতাসুরক্ষামন্ত্রী পীযূষ গয়ালকে চিঠিও দিয়েছে তারা।
নেট বাজারের বিধি নিয়ে বিভিন্ন পক্ষের মতামত জানতে দু’টি খসড়া নীতি তৈরি হয়েছিল। গত অগস্টে জনৈক পদস্থ সরকারি কর্তা জানান, প্রস্তাবিত নীতি রূপায়ণের কাজ চূড়ান্ত পর্যায়ে। আর কোনও খসড়া প্রকাশ করা হবে না। কিন্তু তা এখনও কার্যকর না হওয়ায় আজ হতাশা প্রকাশ করেছে সিএআইটি। তাদের বক্তব্য, এটা দেশের ব্যবসায়িক ক্ষেত্রে ধীর বিষপ্রয়োগের সমান। চিঠিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রবীণ খণ্ডেলওয়ালের দাবি, নীতি রূপায়ণে দেরির ফলে দেশের ছোট-মাঝারি ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। হাজার হাজার ব্যবসায়ী বাধ্য হচ্ছেন ব্যবসা বন্ধ করে দিতে। তাঁরা ই-কমার্স ব্যবস্থার সঙ্গে যুক্তও হতে চাইছেন না। কারণ, সেখানে প্রতিযোগিতার বাজার সমান না হওয়ায় তা ব্যবসায়িক ভাবে লাভজনক থাকছে না। আর কিছু বিদেশি ই-কমার্স সংস্থা খোলাখুলি নিয়ম ভাঙছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)