Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নেট বাজারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

রবিবার নয়াদিল্লিতে সম্মেলন ছিল সিএআইটি-র। সেখানে ঠিক হয়, ১৩ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত টানা আন্দোলন চালাবে তারা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০১:৩৪
Share: Save:

অ্যামাজন, ফ্লিপকার্ট-সহ বিভিন্ন ই-কমার্স সংস্থার বিরুদ্ধে আগামী বুধবার থেকে একগুচ্ছ প্রতিবাদ-আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে রবিবার হুঁশিয়ারি দিল ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি। তাদের অভিযোগ, ভারতের প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) নিয়ম ভেঙে যে ভাবে ব্যবসা করছে ওই সব সংস্থা, তা মেনে নেওয়ার প্রশ্নই নেই।

রবিবার নয়াদিল্লিতে সম্মেলন ছিল সিএআইটি-র। সেখানে ঠিক হয়, ১৩ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত টানা আন্দোলন চালাবে তারা। ২০ নভেম্বর হবে জাতীয় প্রতিবাদ দিবস। ৫০০টিরও বেশি শহরে চলবে ধর্না। সংগঠনের আশা, প্রায় ৫ লক্ষ ব্যবসায়ী এই আন্দোলনে যোগ দেবেন।

বহু দিন ধরেই ই-কমার্স সংস্থাগুলি সম্পর্কে ক্ষোভ উগরে দিচ্ছেন ইট-কাঠ-পাথরের দোকান চালানো ব্যবসায়ীরা। অভিযোগ তুলছেন, ক্রেতা টানার জন্য নিয়ম না মেনে ব্যবসা করছে ওই সব সংস্থা। ভুগছেন সাধারণ ব্যবসায়ী। আজও সিএআইটি-র দাবি, এফডিআই নীতির তোয়াক্কা না করে বেআইনি ভাবে ব্যবসা করছে সংস্থাগুলি। ঠিক হয়েছে, বিষয়টি সংসদে আলোচনার জন্য সাংসদদের আর্জি জানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Online Shopping E-Commerce
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE