Advertisement
E-Paper

ভারতে বিনিয়োগে আগ্রহী কানাডার ব্যাঙ্ক, বিমা সংস্থা

দক্ষতা ও সুযোগের মেলবন্ধন চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর, এই লক্ষ্যেই কানাডার শিল্পপতিদের সামনে ভারতকে বিপণন করলেন তিনি। মোদী বলেন, সংস্কারের হাত ধরে ভারত ইতিমধ্যেই রেল, বিমা, ব্যাঙ্কিং-এর মতো শিল্পে বিদেশি লগ্নির দরজা খুলেছে। আরও সংস্কার যে তাঁর ঝুলিতে আছে, সেই ইঙ্গিতও দেন তিনি। পাশাপাশি রয়েছে পরিকাঠামোয় পুঁজি ঢালার বিপুল সুযোগ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০২:২২
হার্পারের সভায় সংস্কারের প্রতিশ্রুতি মোদীর। ছবি: পিটিআই।

হার্পারের সভায় সংস্কারের প্রতিশ্রুতি মোদীর। ছবি: পিটিআই।

দক্ষতা ও সুযোগের মেলবন্ধন চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর, এই লক্ষ্যেই কানাডার শিল্পপতিদের সামনে ভারতকে বিপণন করলেন তিনি।

মোদী বলেন, সংস্কারের হাত ধরে ভারত ইতিমধ্যেই রেল, বিমা, ব্যাঙ্কিং-এর মতো শিল্পে বিদেশি লগ্নির দরজা খুলেছে। আরও সংস্কার যে তাঁর ঝুলিতে আছে, সেই ইঙ্গিতও দেন তিনি। পাশাপাশি রয়েছে পরিকাঠামোয় পুঁজি ঢালার বিপুল সুযোগ। তা কাজে লাগাতেই কানাডার প্রথম সারির শিল্পপতিদের ভারতে লগ্নির আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘‘এখানকার শিল্পপতিরা এই সব ক্ষেত্রে দক্ষ, তাই তাঁরা যোগ্যতা কাজে লাগিয়ে ভারতে বড়় লগ্নির সুযোগ নিতে পারেন।’’ ইতিমধ্যেই কানাডার বেশ কিছু বড় শিল্পোদ্যোগী মোদীর আর্জিতে সাড়া দিয়েছেন। আছেন, ব্যাঙ্কিং, বিমা, পেনশন তহবিল সংস্থার কর্তারা।

৪২ বছরে এই প্রথম কানাডায় দ্বিপাক্ষিক সফরে এসেছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। সেখানকার প্রথম সারির ৩০টি আর্থিক সংস্থার কর্ণধারদের সঙ্গে টরন্টোতে বৃহস্পতিবারই গোল-টেবিল বৈঠক করেন তিনি। তাতে হাজির ছিলেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার-ও। সেখানেই তিনি তুলে ধরেন, ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার বিদেশি লগ্নির পথে অন্যতম বাধা লাল ফিতের ফাঁসকে কেমন করে বাগে আনার চেষ্টা করছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভারত এখন বিদেশি লগ্নিকারীদের যাবতীয় সুযোগ-সুবিধা দিতে বদ্ধপরিকর। এবং ভারত সরকার এই লগ্নি-সহায়ক নীতি থেকে কিছুতেই সরে আসবে না।

মোদীর উপর আস্থার কথা জানাতে দ্বিধা করেননি শিল্পপতিরাও। বিমা সংস্থা সান লাইফ ফিনান্সিয়ালের চিফ এগ্‌জিকিউটিভ ডিন কোন্নর মোদীর প্রশংসা করে বলেন, ‘‘এমন নেতাকে দেখে তাঁর প্রতি আস্থা বাড়ল।’’ গত ১৫ বছর ধরে ভারতে লগ্নি আছে সংস্থার। নতুন বিনিয়োগেও তারা আগ্রহী। পুরনো লেনদেনে কর চাপানো থেকে সরে আসার ব্যাপারে মোদী সরকারের নীতিকেও বাহবা দেন সান কর্তা।

স্কটিয়াব্যাঙ্কের সিইও ব্রায়ান পোর্টার বলেন, ‘‘এক বছরেরও কম সময়ে মোদী সংস্কারের পথে যে-ভাবে এগিয়েছেন, তা দেখে আমরা উৎসাহিত।’’ কানাডার বৃহত্তম পেনশন তহবিল পরিচালক কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড আগেই জানিয়েছে, লার্সেন-টুব্রোর সঙ্গে জোট বেঁধে তারা ঢালবে ৩৩ কোটি ডলার। ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়ালের প্রেম বৎসও ভারত সম্পর্কে আশাবাদী। প্রথম শেয়ার ছেড়ে তোলা তাঁদের ১০০ কোটি ডলার ভারতে লগ্নির জন্য রাখা। বৎস বলেন, ‘‘ভারতে লগ্নির বিপুল সুযোগ। এই ১০০ কোটি শুধু প্রথম দফার লগ্নি।’’

Canada's bank India Narendra Modi Indian premier insurers BJP Make in India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy