সুদের হার কমলেও, দেশে গাড়ি বিক্রির উপরে তার প্রভাব পড়েনি এখনও। গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সিয়ামের রিপোর্টে দেখা গেল, এপ্রিল থেকে জুনে (চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক) সারা দেশে পাইকারি বিক্রি (সংস্থার কারখানা থেকে বিক্রেতাদের বিপণিতে) গত বছরের একই সময়ের তুলনায় ১.৪% কমেছে। তবে বেড়েছে রফতানি।
সিয়ামের তথ্য জানাচ্ছে, ওই তিন মাসে সংস্থাগুলি মোট ১০.১ লক্ষ গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে ছোট যাত্রিবাহীর সংখ্যা প্রায় ৩.০৩ লক্ষ, যা গত বছরের তুলনায় ১১.২% কম। তবে বড় গাড়ি বা ইউটিলিটি ভেহিক্ল (ইউভি) বিক্রি প্রায় ৪% বেড়ে হয়েছে ৬.৭০ লক্ষের কিছু বেশি। দু’চাকার মোট বিক্রি ৬.২% কমে হয়েছে প্রায় ৪৬.৭৪ লক্ষ। সংশ্লিষ্ট মহলের মতে, দু’চাকার বিক্রি কমার অর্থ, অল্প পুঁজির মানুষ কম কিনছেন। আলোচ্য সময়ে সামান্য হলেও কমেছে (০.৬%) বাণিজ্যিক গাড়ির বিক্রিও। সামান্য বেড়েছে তিন চাকা, ০.১%। সিয়ামের সভাপতি শৈলেশ চন্দ্র বলেন, ‘‘কম সুদ ও বর্ষার উপরে নির্ভর করে উৎসবে বিক্রি বৃদ্ধির আশা করছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)