গত মাসে দেশে গাড়ি বিক্রির হার আগের বছরের জুলাইয়ের তুলনায় কমল। সে বারে প্রায় ২০.৫৩ লক্ষ থেকে নেমে হল ১৯.৬৪ লক্ষ, জানিয়েছে গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা। তথ্যে প্রকাশ, দু-চাকা এবং চার চাকা দু’ক্ষেত্রেই বিক্রি কমেছে যথাক্রমে প্রায় ৬.৫% এবং ০.৮১%। সংগঠনের সভাপতি সিএস বিজ্ঞেশ্বর জানান, অতিবৃষ্টি এবং উৎসবের মরশুমের আগে বিক্রি কমার প্রবণতা কাজ করেছে। অগস্ট, সেপ্টেম্বরে ওই মরশুম শুরু হলে বিক্রি বাড়তে পারে। তবে বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশয়ী তিনিও।
তবে গ্রামাঞ্চলে দু’চাকার ১১.১৭% বিক্রি কমা উদ্বেগজনক। বিশেষজ্ঞদের দাবি, গ্রামে এই গাড়ির বিক্রি বেশি থাকে। ফলে তা এতটা কমা মানে সেখানকার অর্থনীতি চাপে রয়েছে। ফাডার দাবি, ধীরে হলেও যাত্রিবাহী গাড়িতে বৈদ্যুতিক গাড়ির ভাগ বাড়ছে। বর্তমান হারে বাড়লে এই অর্থবর্ষে তা ৭-৮ শতাংশ পেরোতে পারে, মত সংশ্লিষ্ট মহলের।
পরিস্থিতি
শহরে জুলাইয়ে মোট গাড়ি বিক্রি কমেছে ০.৫২%।
গ্রামে কমেছে ৭.৫৩%।
বাজার সামগ্রিক ভাবে কমেছে ৪.৩১%।
মাথা নামিয়েছে বিপণি থেকে দু’চাকা এবং চার চাকার গাড়ি বিক্রিও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)