আপাতত পাঁচ বছরের জন্য স্বস্তি ভোডাফোন আইডিয়ার (ভি)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী পাঁচ বছর সরকারের বকেয়ার টাকা মেটাতে হবে না বেসরকারি টেলিকম সংস্থাটিকে। তার জন্য দিতে হবে না জরিমানা কিংবা সুদ। এই সময়ের জন্য স্পেকট্রাম বাবদ তাদের ৮৭,৬৯৫ কোটি টাকা মূল বকেয়া ‘ফ্রিজ়’ বা স্থগিত করা হয়েছে। ২০৩১-৩২ থেকে ২০৪০-৪১ অর্থবর্ষের মধ্যে তা মেটাতে হবে। এই সময়ের মধ্যে কেন্দ্রের তৈরি কমিটি খতিয়ে দেখবে বকেয়ার এই হিসাব ঠিক কি না। স্পেকট্রাম ও লাইসেন্সের বকেয়া এবং তার উপর সুদ ও জরিমানা মিলিয়ে ভি-এর সামগ্রিক বকেয়া ২ লক্ষ কোটি টাকায় ঠেকেছে।
লগ্নিকারীরা অবশ্য সন্তুষ্ট নন। কেন্দ্রের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ভি-এর শেয়ারের দাম পড়তে থাকে। এনএসই-তে ১০.৭৮% কমে দিনের শেষে তা দাঁড়িয়েছে ১০.৭৬ টাকা। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, লগ্নিকারীদের বড় অংশের প্রত্যাশা ছিল, ভি-এর বকেয়া কিছুটা হলেও মকুব করা হবে। বিকালে সংস্থাটি শেয়ার বাজারকে জানিয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। যা প্রকাশ হয়েছে সবই সংবাদমাধ্যমে।
বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে লড়ছে ভি। আদালত অবশ্য কেন্দ্রের কোর্টেই ঠেলেছে। এখন সংস্থার ৪৯ শতাংশের বেশি অংশীদারি সরকারের হাতে। সংস্থা জানিয়েছিল, বকেয়া মকুব না হলে এপ্রিল থেকে পরিষেবা চালানো সম্ভব নয়। এখন তাদের গ্রাহক সংখ্যা ২০ কোটির বেশি। কেন্দ্র জানিয়েছে, আপাতত এই বিরাট সংখ্যক গ্রাহকের কথা মাথায় রেখেই পাঁচ বছর বকেয়া স্থগিতের সিদ্ধান্ত। এর মধ্যে কমিটি বকেয়ার হিসাব ফের খতিয়ে দেখবে। তার পর ২০৩১-৩২ থেকে তা ফেরাতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)