Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ অক্টোবর ২০২১ ই-পেপার

লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক থেকে টাকা তোলায় চাপল সীমা

নিজস্ব সংবাদদাতা
১৮ নভেম্বর ২০২০ ০৫:০৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আর্থিক স্বাস্থ্য ক্রমশ খারাপ হচ্ছে লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের। এতটাই যে, রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শে মঙ্গলবার থেকে এক মাসের জন্য ব্যাঙ্কটিকে বিধিনিষেধের আওতায় আনল কেন্দ্র। জানাল, এই ৩০ দিন ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না। কারও একাধিক অ্যাকাউন্ট থাকলেও, সব মিলিয়ে ওই সীমা প্রযোজ্য। চিকিৎসা, শিক্ষা, বিয়ের মতো কারণে বেশি টাকা তুলতে হলে রিজার্ভ ব্যাঙ্কের সায় নিতে হবে।

পাশাপাশি, পাওনাদারকেও ২৫ হাজারের বেশি মেটাতে পারবে না লক্ষ্মীবিলাস। ইতিমধ্যেই বেসরসারি ব্যাঙ্কটিকে ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে মেশানোর কথা শুরু হয়েছে। রিজ়ার্ভ ব্যাঙ্ক সংযুক্তির খসড়া পরিকল্পনা নিয়ে সকলের মত নিচ্ছে।

এ দিন মহারাষ্ট্রের মন্থন শহুরে সমবায় ব্যাঙ্কেও ছ’মাসের বিধিনিষেধ চাপিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। নিয়ম ভাঙায় জরিমানা চেপেছে কর্নাটকের দুই ব্যাঙ্কে।

Advertisement

এ নিয়ে মোদী সরকারের উদ্দেশে তোপ দেগে ছত্তীসগঢ়ের অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা টিএস সিংহ দেও বলেন, ফের বিজেপি-র অদক্ষ পরিচালনার শিকার হল ব্যাঙ্ক। অর্থনীতি নাগাড়ে নিম্নমুখী, ধুঁকছে ব্যবসা। ফলে ব্যাঙ্কের লোকসান বাড়ছে। আর ভুগছেন আমানতকারী ও লগ্নিকারীরা।

আরও পড়ুন

Advertisement