Advertisement
E-Paper

চার প্রতিরক্ষা সংস্থার শেয়ার ‌ছাড়বে কেন্দ্র

এপ্রিলে সংস্থাগুলির বিলগ্নিকরণে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। তার পরে শেয়ার বিক্রির প্রক্রিয়া পরিচালনা করতে মার্চেন্ট ব্যাঙ্কার ও আইন বিশেষজ্ঞদের থেকে দরপত্র চায় কেন্দ্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ০২:৩৬

প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত চারটি সংস্থার বিলগ্নিকরণের জন্য প্রথম বার বাজারে শেয়ার ছাড়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এই বিলগ্নিকরণের সিদ্ধান্ত আগেই নিয়েছে তারা। এ বার শুরু হয়েছে শেয়ার ছেড়ে সংস্থাগুলিতে কেন্দ্রের হাতে থাকা ২৫% পর্যন্ত অংশীদারি বেচার প্রক্রিয়া। এই চার সংস্থা হল— গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, ভারত ডায়নামিক্স, মাঝগাঁও ডক শিপবিল্ডার্স এবং মিশ্র ধাতু নিগম।

এপ্রিলে সংস্থাগুলির বিলগ্নিকরণে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। তার পরে শেয়ার বিক্রির প্রক্রিয়া পরিচালনা করতে মার্চেন্ট ব্যাঙ্কার ও আইন বিশেষজ্ঞদের থেকে দরপত্র চায় কেন্দ্র। ১৮ অগস্টের মধ্যে তা ডিপার্টমেন্ট অব ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টে জমা দিতে হবে। তবে বাজারে কবে এই শেয়ার নথিভুক্ত হবে, তা এখনও স্থির হয়নি।

টানা সাত বছর রাষ্ট্রায়ত্ত সংস্থায় সরকারের হাতে থাকা শেয়ারের একাংশ বাজারে ছেড়ে টাকা তোলার লক্ষ্যমাত্রা স্থির করলেও, তা পূরণ করতে পারেনি কেন্দ্র। শেষ পর্যন্ত গত অর্থবর্ষে (২০১৬-’১৭) লক্ষ্যমাত্রা ছাপিয়েছে বিলগ্নিকরণের সীমা। দাঁড়িয়েছে ৪৬,২৪৭ কোটি টাকায়। লক্ষ্য ছিল, ৪৫,৫০০ কোটি। আর এই অর্থবর্ষে এক ধাপ এগিয়ে বিভিন্ন সংস্থা বিলগ্নিকরণের মাধ্যমে ৭২,৫০০ কোটি তোলার কথা জানিয়েছে কেন্দ্র। যার মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার শেয়ার বেচে এসেছে ৯,৩০০ কোটি।

বিলগ্নিকরণের পরিকল্পনার অঙ্গ হিসেবে এ বছর আইআরসিটিসি, আইআরএফসি, আইআরসিওএন-এর মতো ভারতীয় রেলের শাখা সংস্থাগুলিকে বাজারে নথিভুক্তি করতে চায় কেন্দ্র। প্রথম বার শেয়ার ছাড়া হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থারও। বেশ কিছু সংস্থার শেয়ার মিলিয়ে ইটিএফ তৈরির মাধ্যমেও সংস্থাগুলির অংশীদারি বেচা হবে। শুক্রবারই সেই ঘোষণা করেন অর্থমন্ত্রী। একই দিনে প্রতিরক্ষা সংস্থার শেয়ার বিক্রির কথাও জানাল কেন্দ্র।

পরিচয়

গার্ডেন রিচ শিপবিল্ডার্স


তৈরি: ১৯৩৪ সালে (কেন্দ্র হাতে নেয় ১৯৬০-এ)


ব্যবসা: যুদ্ধজাহাজ ও সংশ্লিষ্ট সরঞ্জামের


নিট মুনাফা: ১৬০.৭২


নিট সম্পদ: ১,০৬৪.৪১

ভারত ডায়নামিক্স


তৈরি: ১৯৭০ সালে


ব্যবসা: ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের


নিট মুনাফা: ৫৬৩.২৪


নিট সম্পদ: ১,৬৫২.২৩

মাঝগাঁও ডক শিপবিল্ডার্স


তৈরি: ১৯৩৪ সালে (কেন্দ্র হাতে নেয় ১৯৬০-এ)


ব্যবসা: যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ তৈরি


নিট মুনাফা: ৬৩৭.৮২


নিট সম্পদ: ২,৮৪৬.২৩

মিশ্র ধাতু নিগম


তৈরি: ১৯৭৬ সালে


ব্যবসা: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য মিশ্র ধাতু সরবরাহ


নিট মুনাফা: ১১৮.০৩


নিট সম্পদ: ৫৭৬.৫৬

* মুনাফা ও নিট সম্পদ ২০১৫-’১৬ অর্থবর্ষের। কোটি টাকায়

তথ্যসূত্র: পিটিআই

Defense Company Garden Reach Shipbuilders & Engineers Bharat Dynamics Limited Mazagon Dock Shipbuilders Limited গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ভারত ডায়নামিক্স
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy