Advertisement
২৫ এপ্রিল ২০২৪
CESC

ঘনবসতিতে ওভারহেড কেব্‌লে জোর সিইএসসি-র

সিইএসসি-র এক কর্তা জানান, আমপান ঘূর্ণিঝড়ে রাজ্যের বহু এলাকা যখন বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছিল, তখন ওই তিন জায়গা বেঁচে যায়।

পরীক্ষামূলক ভাবে শহরে নতুন ওভারহেড কেব্‌ল লাইন বসাচ্ছে সিইএসসি।

পরীক্ষামূলক ভাবে শহরে নতুন ওভারহেড কেব্‌ল লাইন বসাচ্ছে সিইএসসি।

সুনন্দ ঘোষ
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০৩:১২
Share: Save:

পরীক্ষামূলক ভাবে শহরে নতুন ওভারহেড কেব্‌ল লাইন বসাচ্ছে সিইএসসি। মূলত ঘন বসতিপূর্ণ এলাকায়। বিদ্যুৎ সংস্থাটির দাবি, হাওড়ার পিলখানা, বেলিলিয়াস রোড, উত্তর শহরতলির কামারহাটি এলাকায় এই লাইন বসিয়ে দু’ধরনের সাফল্য এসেছে। এক, বিদ্যুৎ বিপর্যয়ের সংখ্যা কমেছে। দুই, কমেছে বিদ্যুৎ চুরিও।

সিইএসসি-র এক কর্তা জানান, আমপান ঘূর্ণিঝড়ে রাজ্যের বহু এলাকা যখন বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছিল, তখন ওই তিন জায়গা বেঁচে যায়। কারণ এই ব্যবস্থা অনেক বেশি সুরক্ষিত। তাই সিইএসসি-র আওতাভুক্ত সমস্ত ঘন বসতিপূর্ণ এলাকায় সংস্থা কর্তৃপক্ষ নতুন কেব্‌ল লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছেন, দাবি তাঁর।

সিইএসসি সূত্রে খবর, রেললাইন লাগোয়া হাওড়ার পিলখানা বস্তি এলাকায় ১৬টি ট্রান্সফর্মার ছিল। ওভারলোডের কারণে প্রতিনিয়ত বিপর্যয়ের খবর আসত সেখান থেকে। কেব্‌ল লাইন ছিল মাটির তলায়। অন্য সরকারি দফতর মাটি খুঁড়লে তা কাটা পড়েও সমস্যা তৈরি করত। সারাইয়ের ফলে রাস্তার উচ্চতা বাড়ায় মাটির অনেক নীচে চলে গিয়েছিল লাইন। যা সারাতে সমস্যা তো হতই, দুর্ঘটনার আশঙ্কা বাড়াত।

কর্তারা জানান, সেই লাইন তুলে মাথার উপর দিয়ে নতুন যে ‘কো-এক্সিয়াল’ কেব্‌ল বসানো হয়েছে, তা এতটাই সুরক্ষিত যে দুর্ঘটনার আশঙ্কা নেই। সেই লাইন কেটে বিদ্যুৎ চুরিও অসম্ভব। সিইএসসি-র হিসেব, ২০১৯ সালের এপ্রিল-জুলাইয়ে পিলখানায় যতগুলি বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল, এ বছরের একই সময় তা হয়েছে ৯৩% কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CESC Electricity Overhead Wire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE