Advertisement
১১ মে ২০২৪

মাল্যের সঙ্গে রফার আর্জি বণিকসভার

বাকি পড়া ৯,০০০ কোটি টাকার ব্যাঙ্কঋণ নিয়ে তাঁর বিরুদ্ধে চলা মামলা ৪,০০০ কোটিতে রফা করতে চেয়েছিলেন কিংগ্‌ফিশার কর্তা বিজয় মাল্য। যা পত্রপাঠ খারিজ করে দেয় ব্যাঙ্কগুলি। কিন্তু এ বার অ্যাসোচ্যামের মতো বণিকসভার আর্জি, তাঁর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যে-কোনও রফার দরজা যেন খোলা রাখা হয়। যাতে অন্তত কিছুটা হলেও ব্যাঙ্কগুলির লোকসান কমানো যায়।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৩:১১
Share: Save:

বাকি পড়া ৯,০০০ কোটি টাকার ব্যাঙ্কঋণ নিয়ে তাঁর বিরুদ্ধে চলা মামলা ৪,০০০ কোটিতে রফা করতে চেয়েছিলেন কিংগ্‌ফিশার কর্তা বিজয় মাল্য। যা পত্রপাঠ খারিজ করে দেয় ব্যাঙ্কগুলি। কিন্তু এ বার অ্যাসোচ্যামের মতো বণিকসভার আর্জি, তাঁর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যে-কোনও রফার দরজা যেন খোলা রাখা হয়। যাতে অন্তত কিছুটা হলেও ব্যাঙ্কগুলির লোকসান কমানো যায়। আপাতদৃষ্টিতে মাল্যের প্রস্তাবকে সমর্থন করেই বণিকসভাটির তরফে দাবি, ‘‘তিনি যে ঋণ শোধ করতে চান, সেই সদিচ্ছারই প্রকাশ এই প্রস্তাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

negotiate Vijay Mallya due appeals
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE