Advertisement
২৩ এপ্রিল ২০২৪

চিদম্বরমের টুইট কটাক্ষ

রবিবারই এ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে একের পর এক টুইটে বিঁধলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বললেন, কৃষি বৃদ্ধি এবং মজুরি কার্যত থমকে।

পি চিদম্বরম।

পি চিদম্বরম।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৩:২৭
Share: Save:

দিল্লির মসনদে চার বছর পূর্তির দিনে অর্থনীতির হাল ফেরানোর কৃতিত্ব দাবি করেছিলেন অসুস্থতার আগে পর্যন্ত অর্থ মন্ত্রকের দায়িত্বে থাকা অরুণ জেটলি। পরের দিন, রবিবারই এ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে একের পর এক টুইটে বিঁধলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বললেন, কৃষি বৃদ্ধি এবং মজুরি কার্যত থমকে। দাবি করলেন, চার বছর পূর্তি পালন করা মোদী জমানায় বৃদ্ধি কমছে, পড়ছে টাকাও।

জেটলি বলেছিলেন, চার বছর আগে ব্রিক্‌স গোষ্ঠীর পাঁচ দেশের মধ্যে সব চেয়ে নড়বড়ে ছিল যে ভারত, তারাই এখন বিশ্ব অর্থনীতির উজ্জ্বল বিন্দু। চিদম্বরমের পাল্টা, পেট্রলের দর ও মূল্যবৃদ্ধির হার বাড়ছে। শ্লথ হয়েছে শিল্প বৃদ্ধি। ৩০ হাজার কোটি ডলার পেরোতে ঘাম ছুটছে রফতানির। কর্মসংস্থানও হতাশাজনক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE