E-Paper

অব্যাহত সোনার দৌড়, কিছুটা উঠে মান বাঁচল সেনসেক্স

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো ৫০% শুল্কের প্রভাব ঘিরে আশঙ্কা যত বাড়ছে, ততই সুরক্ষিত লগ্নির গন্তব্য হিসেবে মাথা তুলছে সোনা-রুপোর দাম। যার জেরে এ বার এক লক্ষের মাইলফলক পেরোল গয়নার সোনাও (১০ গ্রাম ২২ ক্যারাট)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৫

—প্রতীকী চিত্র।

ভারতের অর্থনীতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো ৫০% শুল্কের প্রভাব ঘিরে আশঙ্কা যত বাড়ছে, ততই সুরক্ষিত লগ্নির গন্তব্য হিসেবে মাথা তুলছে সোনা-রুপোর দাম। যার জেরে এ বার এক লক্ষের মাইলফলক পেরোল গয়নার সোনাও (১০ গ্রাম ২২ ক্যারাট)। সোমবার তা হল ১,০০,১০০ টাকা। জিএসটি যোগ করে ১,০৩,১০৩ টাকা। খুচরো পাকা সোনাও (১০ গ্রাম ২৪ ক্যারাট) নতুন নজির গড়ে পৌঁছেছে ১,০৫,৩০০ টাকায়। কর ধরে ১,০৮,৪৫৯ টাকা। গত সাত দিনে বৃদ্ধি ৩৬৫০ টাকা।

একই ভাবে কেজিতে রুপোর বাট শনিবারের থেকে ২৪০০ টাকা বেড়ে হয়েছে ১,২৩,৬০০ টাকায়। খুচরোর ক্ষেত্রে তা আরও ১০০ টাকা বেশি। জিএসটি ধরে তা ছাড়িয়েছে ১.২৭ লক্ষ টাকা। গত সাত দিনেই রুপোর দাম বেড়েছে ৬৬০০ টাকা।

এ দিকে, বাণিজ্য তথা অর্থনীতি ঘিরে দোলাচল মাথা তোলার জের বহাল টাকার দামেও। সোমবার আগের দিনের তুলনায় মাত্র ১ পয়সা বাড়লেও, ডলারের দাম ফের নজির গড়ে পৌঁছেছে ৮৮.১০ টাকায়। তবে এই ডামাডোলের মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছে শেয়ার বাজারের উত্থান। সোমবার ৫৫৪.৮৪ পয়েন্ট উঠে সেনসেক্স হয়েছে ৮০,৩৬৪.৪৯ অঙ্ক। নিফ্‌টি ১৯৮.২০ বেড়ে ২৪,৬২৫.০৫। গত কয়েক দিনের টানাপড়েনে বেশ কিছু সংস্থার শেয়ারমূল্য আকর্ষণীয় জায়গায় নেমে আসাতেই লগ্নিকারীরা সেগুলি কিনতে ভিড় করেছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। তবে এতে স্বস্তির কারণ দেখছেন না তাঁরা।

বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ভারত, রাশিয়া ও চিনের সমঝোতা হলে তা ট্রাম্পকে ধাক্কা দেবে। ফলে তিনি শুল্ক নীতি বদলাতে পারেন বলে আশা লগ্নিকারীদের। তা ছাড়া এপ্রিল-জুনে ভারতের আর্থিক বৃদ্ধি ৭.৮% হওয়া সূচকের উত্থানে মদতদিয়েছে। তবে ভূ-রাজনৈতিক অস্থিরতা কোন দিকে মোড় নেয়, তা দেখা দরকার। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়ালের বক্তব্য, ট্রাম্প নীতি পাল্টাবেন, এটা বলা কঠিন। তবে সে দেশের শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদ কমালে ভারতে ফিরবে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gold and Silver Price gold and silver

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy