এক-দু’বার নয়, পাক্কা তেইশ বার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-পাকিস্তানের সংঘাত মেটাতে মধ্যস্থতা করেছেন বলে বার বার দাবি সাউথ ব্লকের অস্বস্তি বাড়াচ্ছে। রাজনৈতিক ভাবে বিষয়টিকে কাজে লাগানোর পথে কংগ্রেস। অন্য দিকে, দেশের বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধি দল যখন আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি সারতে ওয়াশিংটনে দর কষাকষি করছেন, তখন ফের বোমা ফাটিয়েছেন ট্রাম্প। দাবি করেছেন, ইন্দোনেশিয়ার মতোই চুক্তি হতে চলেছে ভারতের সঙ্গে। বস্তুত, ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার নকল হলে, ভারতের রফতানিতে চাপবে ১৯% শুল্ক। কিন্তু আমেরিকা থেকে আমদানিতে শুল্ক বসবে না।
আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ভারত-পাকিস্তান সংঘাত মেটাতে ট্রাম্পের মধ্যস্থতার বার বার করা দাবিটিকে প্রকাশ্যে খণ্ডন না করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন। তাঁর কথায়, ‘‘৬৬ দিন। ২৩ বার। একই দাবি।’’ রমেশের প্রশ্ন, পারমাণবিক উত্তেজনা এড়াতে ট্রাম্প বাণিজ্যকে টোপ করেছেন দাবি করলেও মোদী কেন নীরব? আগামী সোমবার থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। রমেশ এক্স-এ লিখেছেন, “২৩ বারের স্কোর সংসদ শুরু হওয়ার সময় নিশ্চয়ই বদলে যাবে। কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে স্পষ্ট উত্তর দিতে হবে। দেশ জানতে চায়।”
জোড়া অস্বস্তির অপরটি ট্রাম্পের বাণিজ্য-বার্তা। ট্রাম্প বলেন , “আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি করেছি। তাদের দুর্দান্ত প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি তারপর চুক্তি হয়েছে। আমাদের এখন সে দেশে পূর্ণ প্রবেশাধিকার রয়েছে। আপনারা জানেন, ইন্দোনেশিয়া তামায় খুবই সমৃদ্ধ। কিন্তু আমাদের শুল্ক দিতে হবে না। ভারতও সেই দিশাতেই চলছে। আমরাও ভারতের বাজারে ঢুকব। আপনাদের বুঝতে হবে, আমাদের এর আগে এই রাষ্ট্রগুলিতে প্রবেশাধিকার ছিল না। এখন শুল্কের প্রশ্নে যে নীতি নিয়েছি তার ফলে ঢুকতে পারছি।” প্রশ্ন উঠছে, আমেরিকার পণ্য বিনা শুল্কেই যে ভাবে জাকার্তায় ঢুকতে পারবে, ভারতও কি সেই শর্তেই রাজি হয়েছে?
১ অগস্ট ট্রাম্প শুল্ক চাপানোর আগেই আংশিক বাণিজ্য চুক্তি সারতে চায় ভারত-আমেরিকা। না হলে এ দেশেও চড়া শুল্ক বসার আশঙ্কা। ট্রাম্প বেশ কিছু দেশ এবং ইউরোপীয় অঞ্চলকে চিঠিতে হুমকি দিয়েছেন, চুক্তি না হলে ৩৫% পর্যন্ত শুল্ক বসবে। সতর্ক করেছেন ভারতকেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)