সার্বিক বিক্রি বাড়ল না। বরং চার চাকার ব্যক্তিগত গাড়ি বিক্রি জুলাইয়ের তুলনায় অগস্টে সামান্য হলেও কমল। সোমবার গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডার দাবি, গত মাসে দেশে ৩.২৩ লক্ষ চার চাকা বিকিয়েছে। যা তার আগের মাসের চেয়ে ১.৬৩% কম। তবে গত বছরের অগস্টের তুলনায় ০.৯% বেশি। সার্বিক বিক্রি বৃদ্ধির হার ২.৮৪%। অর্থাৎ প্রায় অপরিবর্তিত।
এ দিকে, ফাডা গাড়ির সেস নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছে। তাদের প্রশ্ন, জিএসটি-র নতুন ব্যবস্থায় সেস না থাকায় এই খাতে তাদের খরচ হয়ে যাওয়া টাকা ফেরত মিলবে কী করে? ফাডার সভাপতি সিএস বিজ্ঞেশ্বরের আর্জি, এটি নিয়ে জিএসটি পরিষদ অবিলম্বে পদক্ষেপ করুক। কয়েক লক্ষ বিক্রেতার বিরাট অঙ্কের টাকা আটকে। সমাধান সূত্র না পাওয়া গেলে একাংশের ব্যবসা চালানো কঠিন হবে।
বিজ্ঞেশ্বর এ দিন বলেন, ‘‘অগস্টে বিক্রির গতি একই রয়ে গিয়েছে। জিএসটির নতুন হার চালু না হওয়া পর্যন্ত যতটা কমবে বলে আশঙ্কা করা হয়েছিল, ততটা কমেনি। তবে কর কমার পরে হাল ফিরতে অক্টোবর গড়িয়ে যেতে পারে।’’ যদিও এই প্রথম মোট বিক্রীত চার চাকার ৫% ছাড়িয়েছে বৈদ্যুতিক গাড়ি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)