সারা দেশে চার শ্রম বিধি রূপায়ণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মোদী সরকার। অথচ সেই বিধির অধীনে নিয়মই তৈরি করেনি। শনিবার এই নিয়ে কেন্দ্রকে আক্রমণ করল কংগ্রেস। সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে, রাজ্যগুলির মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে কোনও নিয়ম তৈরি হয়নি। বাকি সমস্ত রাজ্য কোনও না কোনও বিধির নিয়ম তৈরি করেছে। এমনকি, বিরোধী শাসিত বাদবাকি রাজ্যও।
পুরনো ২৯টি শ্রম সংক্রান্ত আইনের বদলে চারটি বিধি চালু করেছে সরকার। শনিবার কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ এক্স-এ লিখেছেন, ‘‘চারটি বিধি চালু করে মোদী সরকার এমন প্রচার করছে, যেন দেশের শ্রম ক্ষেত্রে তারা একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছে। আসলে পুরনো ২৯টি শ্রম আইনকে মিশিয়ে নতুন মোড়কে চারটি বিধি চালু করা হয়েছে। বাস্তবে এই বিধির নিয়মগুলি সম্পর্কেও এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি।’’ তাঁর দাবি, আগে শহরাঞ্চলে কাজের অধিকার নিশ্চিত করে ‘শ্রমিক ন্যায়’ প্রতিষ্ঠা করুক সরকার। চুক্তি-কর্মী নেওয়া বন্ধ হোক মূল সরকারি ক্ষেত্রে। শ্রমিকদের ন্যূনতম দৈনিক ৪০০ টাকা মজুরি নিশ্চিত হোক।
বিজেপির অবশ্য দাবি, নতুন বিধিতে কর্মীদের সুরক্ষা বাড়ানো হয়েছে। এর ফলে বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার বিষয়গুলি আরও স্বচ্ছ হবে। বাড়বে অতিরিক্ত সময়ে কাজের মজুরি। ন্যূনতম মজুরির ক্ষেত্রে দেশে তৈরি হবে অভিন্ন মাপকাঠি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)