সম্প্রতি ডলারের নিরিখে টাকার দাম ধারাবাহিক ভাবে পড়েছে। ১ ডলার কবে ৯০ টাকা পার করবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। সোমবার ভারতীয় মুদ্রার দুর্বলতা নিয়ে মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস। অস্ত্র করল নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে তাঁরই বক্তব্যকে। এ দিন অবশ্য সর্বনিম্ন অবস্থান থেকে টাকা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। ১ ডলারের দাম ৫০ পয়সা কমে হয়েছে ৮৯.১৬ টাকা।
গত শুক্রবার টাকার দাম বিপুল পড়েছিল। ১ ডলারের দর ৯৮ পয়সা বেড়ে পৌঁছে গিয়েছিল ৮৯.৬৬ টাকায়। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারির পর ভারতীয় মুদ্রা এক দিনে কখনও এতটা পড়েনি। ফলে বিভিন্ন শিল্প ক্ষেত্রের পাশাপাশি, বিশেষত আমদানি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ, টাকার দাম কমলে জ্বালানি-সহ বিভিন্ন পণ্যের আমদানি খরচ বাড়বে। এ দিন এক্স-এ মোদীর পুরনো একটি ভিডিয়ো পোস্ট করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। যেখানে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী বলছেন, ‘‘কী ভাবে টাকার দাম পড়ছে দেখুন। মাঝে মাঝে মনে হচ্ছে টাকা এবং দিল্লির সরকারের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত দ্রুত পড়বে।’’ রমেশের পাল্টা বক্তব্য, ‘‘টাকা এখন বাধাহীন ভাবে পড়ে চলেছে। ডলারের দাম যে কোনও সময় ৯০ টাকা পার করতে পারে।’’
টাকার দুর্বলতা নিয়ে সম্প্রতি রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্র জানিয়েছিলেন, বাজারের জোগান-চাহিদার অঙ্কই কারণ। তাঁরা মুদ্রার দামে হস্তক্ষেপ করতে চান না। যদিও বিশেষজ্ঞদের একাংশের ধারণা, শীর্ষ ব্যাঙ্ক ডলারকে ৯০ পার করতে দেবে না। এ দিনও সম্ভবত তারা বাজারে ডলার ছেড়ে হস্তক্ষেপ করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)