প্রতিযোগিতার বিধি ভাঙার অভিযোগকে কেন্দ্র করে দেশের প্রথম সারির কয়েকটি সিমেন্ট সংস্থার অফিসে তল্লাশি চালাল প্রতিযোগিতা কমিশন। এই তালিকায় নাম রয়েছে এসিসি এবং অম্বুজা সিমেন্টের মূল সংস্থা লাফার্জহোলসিমের। সূত্রের খবর, এ ছাড়াও আদিত্য বিড়লা গোষ্ঠীর আলট্রাটেক সিমেন্ট, শ্রীসিমেন্ট-সহ কয়েকটি সংস্থার দফতরেও গিয়েছিলেন কমিশনের আধিকারিকেরা। ঘটনাটি বুধবারের হলেও সামনে এসেছে আজ।
বৃহস্পতিবার সকালে লাফার্জহোলসিমের মুখপাত্র বিষয়টি স্বীকার করে নিয়ে জানান, কমিশনের অফিসারেরা তাঁদের মুম্বইয়ের অফিসে তল্লাশি চালিয়েছেন। স্টক এক্সচেঞ্জকে আলাদা ভাবে তা জানায় এসিসি এবং অম্বুজা সিমেন্ট। এসিসি-র বক্তব্য, তারা দেশের প্রতিযোগিতা বিধিকে মর্যাদা দিয়ে ব্যবসা করে। তদন্তকারীদের কাজেও সহযোগিতা করছে। রাত পর্যন্ত বাকি সংস্থাগুলির প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এই খবরের জেরে এ দিন সিমেন্ট সংস্থাগুলির শেয়ার দর পড়েছে।
দেশের সিমেন্ট সংস্থাগুলির বিরুদ্ধে প্রতিযোগিতার নিয়ম ভেঙে জোট বেঁধে দাম ঠিক করার অভিযোগ এর আগেও উঠেছে। বছর চারেক আগে ১০টি সিমেন্ট সংস্থা এবং তাদের সংগঠন সিএমএ-র উপরে মোট ৬৩০০ কোটি টাকা জরিমানা চাপায় প্রতিযোগিতা কমিশন। এনসিএলএটি-তে সেই নির্দেশ বহাল থাকে। সুপ্রিম কোর্ট অবশ্য তাতে স্থগিতাদেশ দেয়।