চাপ কমাতে বছর তিনেক আগে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস-সহ দক্ষিণ ভারতগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের প্রান্তিক স্টেশন বদল করে শালিমারে নিয়ে গিয়েছিল দক্ষিণ-পূর্ব রেল। ওই সিদ্ধান্ত আংশিক বদল করে ২৫ অগস্ট থেকে করমণ্ডল ওধৌলী এক্সপ্রেসকে হাওড়ায় ফেরাচ্ছে তারা। রেল এর কারণ জানায়নি। তবে শালিমারে গিয়ে ট্রেন ধরতে হওয়ায় বহু যাত্রী সমস্যায় পড়ছিলেন বলে অভিযোগ উঠছিল। সেটাই কারণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
হাওড়ার বিকল্প হিসেবে শালিমার ও সাঁতরাগাছি স্টেশনকে দীর্ঘদিন ধরে গড়ে তোলার কথা বলা হলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়নি। ফলে বয়স্ক ও দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাওয়া বহু অসুস্থ যাত্রী শালিমারে লিফট ও চলমান সিঁড়ির (এস্ক্যালেটর) অভাবে প্ল্যাটফর্ম বদল করতে গিয়ে সমস্যায় পড়তেন। এক সময়ে যাত্রীদের হুইল চেয়ার পর্যন্ত বয়ে নিয়ে যেতে হত। এখন ওই স্টেশন থেকে মূলত সকাল ৭টা থেকে রাত ১১টার মধ্যে ট্রেন চলে। পরিকাঠামোও উন্নত হয়েছে। তার পরেও যাত্রীরা বাস-ট্যাক্সি পেতে হয়রান হন। বিভিন্ন ট্রেন অস্বাভাবিকদেরিতে চলায় সমস্যা বাড়ে বলে দাবি তাঁদের। এই অবস্থা সাঁতরাগাছিতে।
সূত্রের খবর, ওই সমস্যা মেটাতেই করমণ্ডল, ধৌলীকে হাওড়ায় ফেরানো হচ্ছে। বদলে ফলকনুমা এক্সপ্রেসকে হাওড়া থেকে শালিমারে সরানো হতে পারে। নতুন সূচি মেনে ২৫ অগস্ট থেকে করমণ্ডল দুপুর ৩টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ঢুকবে সকাল ১১টায়। ধৌলী ছাড়বে সকাল ৯.১০-এ। ফিরবে সন্ধ্যা ৭.৩০-এ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)