সবাই এখন ঘরে বসে, ব্যস্ততা নেই বিমান সংস্থাগুলির, হ্যাঙারে দাঁড়িয়ে সব বিমান। এই পরিস্থিতিতে এদিন সকালে হঠাৎই বিমান সংস্থাগুলি জেগে উঠল! না বিমান চলাচল শুরু হয়নি, আপাতত সে সম্ভাবনাও নেই। তারা মাইক্রোব্লগিং সাইট টুইটারে আড্ডা, মস্করায় মেতে ওঠল। শুরুটা করে ইন্ডিগো, একে একে যোগ দেয় বাকি বড় বিমান সংস্থাগুলিও।
সকাল এগারোটা নাগাদ ইন্ডিয়োগ, এয়ার ভিস্তারাকে অ্যাড্রেস করে তাদের ট্যাগ লাইন ‘ফ্লাইং হায়ার’-কে ঘুরিয়ে ব্যবহার করে টুইট ছুঁড়ে দেয়। ইন্ডিয়ো মজার ছলে লেখে, ‘শুনলাম এখন আর উঁচুতে উড়ছ না?’
১০ মিনিটের মধ্যে উত্তর দেয় ভিস্তারাও। তবে তারা এবার উত্তর দেওয়ার জন্য বিমান সংস্থা ‘গো এয়ার’-এর ট্যাগলাইন ব্যবহার করে। ফলে টুইট চালাচালিতে ইন্ডিয়ো, ভিস্তার সঙ্গে যোগ দেয় গো এয়ারও।