দেশের বিমান ক্ষেত্র অনেক দিন ধরেই সমস্যায়। অধিকাংশ সংস্থা চলছে ক্ষতিতে। এই অবস্থায় তাদের ব্যবসায় নতুন করে থাবা বসিয়েছে করোনাভাইরাস। মঙ্গলবার গো-এয়ার জানিয়েছে, এ দিন থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত যাবতীয় আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে তারা। সেই সঙ্গে কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই ছুটি অবৈতনিক এবং স্বল্পমেয়াদের।
সংস্থাটি এ দিন জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাবে সম্প্রতি বিমানযাত্রী ‘নজিরবিহীন’ ভাবে কমেছে। যার জন্য ওই দুই সিদ্ধান্ত। তাতে সঙ্কটের সময়ে সংস্থার পক্ষে কিছুটা খরচ বাঁচানো সম্ভব হবে। কর্মীদেরও কর্মক্ষেত্র থেকে দূরে রাখা যাবে। কমবে সংক্রমণের ঝুঁকি।
করোনার কামড়