Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

প্রমাদ গুনছে পর্যটন শিল্প 

সম্প্রতি নতুন করে বিভিন্ন দেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে কার্যত নিষেধাজ্ঞা (ট্র্যাভেল অ্যাডভাইজ়রি) জারি করেছে কেন্দ্র।

সুনন্দ ঘোষ ও দেবপ্রিয় সেনগুপ্ত
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০৪:২২
Share: Save:

করোনাভাইরাসের হানায় বেকায়দায় ভারতের পর্যটন শিল্প। শিল্প মহলের দাবি, এক দিকে ভারতে আসা ও ভারত থেকে বিদেশে যাওয়া পর্যটকের সংখ্যা কমায় মার খাচ্ছে ব্যবসা। তার উপরে কিছু রাজ্য ইচ্ছেমতো নিষেধাজ্ঞা বসানোয় বিদেশি পর্যটকদের অনেকে হয়রানির মুখে পড়ছেন। তাদের অভিযোগ, এটা ভারতীয় পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে।

সম্প্রতি নতুন করে বিভিন্ন দেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে কার্যত নিষেধাজ্ঞা (ট্র্যাভেল অ্যাডভাইজ়রি) জারি করেছে কেন্দ্র। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্সের (আইএটিও) প্রেসিডেন্ট প্রণব সরকার জানান, ভারতে বিদেশিদের সফরের মরসুম অক্টোবর-মার্চ। সেই ব্যবসা প্রায় ২৫%-৩৫% কমেছে। ভূটান-সহ সব বিদেশি পর্যটকদের সিকিমে যাওয়ার অনুমোদন বন্ধ রাখছে সেখানকার সরকার। আইএটিও-র পূর্বাঞ্চলের প্রেসিডেন্ট দেবজিৎ দত্ত-র দাবি, এতে গ্রীষ্মের গোড়া থেকেই ব্যবসা হারাবেন তাঁরা।

তবে প্রণববাবুর অভিযোগ, কেন্দ্রীয় নিষেধাজ্ঞার আগে যাঁরা এ দেশে এসেছেন বা যাঁদের ওই রোগের উপসর্গ নেই, তাঁদের অনেককেও বহু হোটেল ঢুকতে দিচ্ছে না। বিদেশ সফর বাতিল করছেন ভারতীয়রাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অর্ঘ্য নন্দী এপ্রিলে সপরিবারে সিঙ্গাপুর যাওয়ার টিকিট কেটেছিলেন। জানালেন, ‘‘শুনছি জ্বর থাকলে বিদেশের বিমানবন্দরে ১৪ দিন আলাদা রাখা হচ্ছে। আমাদের কারও ক্ষেত্রে এটা হলে বেড়ানোটাই মাটি হবে। সফর বাতিল করব। ’’

ট্রাভেল এজেন্ট ফেডারেশনের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি জানান, মার্চ ও এপ্রিলের টিকিট বাতিল হচ্ছে। বিমান সংস্থা টাকা ফেরাচ্ছে। যাত্রীর অভাবে বাতিল হচ্ছে আন্তর্জাতিক উড়ানও। ব্যবসা মার খাচ্ছে বিদেশি মুদ্রার ব্যবসায়ীদেরও। ভিসা ব্যবস্থায় যুক্তরাও ব্যবসা হারিয়ে বিপাকে। সংবাদ সংস্থার খবর, ক্ষতি বাড়ছে আন্তর্জাতিক বিমান পরিবহণ ব্যবসায়। যা ছাড়িয়েছে ৮ লক্ষ কোটি টাকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Tourism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE