Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

বাড়ি থেকে কাজ! এখনও কার্যত স্বপ্ন

তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা গার্টনারের রিপোর্টে জানানো হয়েছে, এ দেশের অন্তত ৫৪% সংস্থার সেই ক্ষমতা নেই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৬:৩২
Share: Save:

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্তত এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন উঠেছে, সতর্কতার কি এখানেই শেষ? আর কর্মক্ষেত্র? সেখানেও তো একসঙ্গে কাজ করেন বহু মানুষ! এই প্রসঙ্গে একটি সমীক্ষা জানাচ্ছে, ভারতে অধিকাংশ সংস্থার কাছে বাড়ি থেকে কাজ করা এখনও কার্যত স্বপ্ন। সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি ও তার খরচ।

বস্তুত, বিভিন্ন দেশেই চালু হয়েছে বাড়ি থেকে কাজের ব্যবস্থা। বিচ্ছিন্ন ভাবে এ দেশে চালু হলেও, তা পুরোদমে হয়েছে বলা যায় না। তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা গার্টনারের রিপোর্টে জানানো হয়েছে, এ দেশের অন্তত ৫৪% সংস্থার সেই ক্ষমতা নেই। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির পক্ষে বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা সহজ। এর জন্য যে সফটওয়্যার বা ভিডিয়ো কনফারেন্সিংয়ের পরিকাঠামো প্রয়োজন তা এই সংস্থাগুলির রয়েছে। কিন্তু সমস্যা অন্যান্য সংস্থার। কারণ, এই ধরনের অধিকাংশ সংস্থাই এখনও পুরোনো ডেস্কটপ-ল্যাপটপ নিয়ে কাজ করে। তাদের নেটওয়ার্ক ব্যবস্থা এবং ইউপিএস ব্যাকআপও আধুনিক মানের নয়।

তবে অনেকেই মনে করছেন, এই পরিস্থিতিকে নিজেদের বদলানোর সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে ভারতীয় সংস্থাগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Work From Home
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE